শিক্ষামন্ত্রীর নেতৃত্বে যাদবপুরে ছাত্রছাত্রীদের পিষে মারার চেষ্টা হয়েছে। ক্যাম্পাসে ভয়ের পরিবেশ কায়েম করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আক্রমণ প্রতিরোধের ডাক দিয়ে রবিবার বিকেলে সুকান্ত সেতু থেকে শুরু হয়েছে বামফ্রন্টের মিছিল।
মিছিলে রয়েছেন বামফ্রন্ট নেতৃবৃন্দ। রয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, যুবনেত্রী মীনাক্ষী মুখার্জিও।
শনিবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভরত ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূলের বাহিনী। ছিল ক্যাম্পাসের বাইরে থেকে আসা তৃণমূলের একাংশও। ছাত্র সংসদ নির্বাচন বন্ধ কেন তার কোনও সদর্থক জবাব দেননি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি গিয়েছিলেন তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সভায়। এরপর বিক্ষোভরত ছাত্রীছাত্রীদের ওপর গাড়ি চালিয়ে দেন তিনি।
ঘটনায় গুরুতর অহত হয়েছেন একাধিক ছাত্রছাত্রী। আহত এক ছাত্র মিছিলে যোগ দিয়েছেন হুইল চেয়ারে।
Comments :0