LEFT FRONT MALDAH

দারিদ্রে ক্ষুধায় তলানিতে থাকা ভারতকে বদলের শপথ

জেলা

মালদহ শহরের ফোয়ারা মোড়ে বামফ্রন্টের ডাকে মানব বন্ধন। ছবি: উৎপল মজুমদার

অর্থনৈতিক সামাজিক ন্যায়ের কথা বলা হয়েছিল সংবিধানে। আর সংবিধান গৃহীত হওয়ার ৭৫ বছর পর দেশে বৈষম্য তীব্র। ক্ষুধার্তের সারিতে ভারত বিশ্বের তলানিতে। বদলাতে হবে এই পরিস্থিতি। মালদহে বামফ্রন্টের ডাকে কর্মসূচিতে ঘোষিত হয়েছে এই শপথ।
দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবসে মালদহ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে মানব বন্ধন কর্মসূচি পালিত হল শহরের ফোয়ারা মোড়ে। জাতীয় পতাকা উত্তোলন ও সংবিধানের প্রস্তাবনা পাঠের মধ্য দিয়ে পালিত হয় দিনটি। এখানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক অম্বর মিত্র। প্রস্তাবনা পাঠ করেন বামফ্রন্ট তথা ফরওয়ার্ড ব্লক নেতা গোপাল সিকদার। 
বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট এই কর্মসূচি পালিত হয়। অম্বর মিত্র বলেন, ‘‘দেশের বর্তমান সরকারের নীতির ফলে দেশের মুষ্টিমেয় কর্পোরেট হাউসের বিত্তশালীদের সম্পদ দিন দিন বাড়লেও শ্রমজীবী মানুষরা চরম সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছে। অন্ন-বস্ত্র- বাসস্থান - কাজ কিছুই নেই। ক্ষুধার্তের তালিকায় আমাদের দেশ নামতে নামতে ১২১ নম্বরে নেমে এসেছে। এর বিরুদ্ধে বামপন্থী দলগুলি প্রতিবাদে সোচ্চার হচ্ছে। লড়াই চলবে।’’

Comments :0

Login to leave a comment