প্রতীম দে
ব্যারিকেড ভেঙে এগচ্ছেন বামফ্রন্টের কর্মী সমর্থকরা। মঙ্গলবার রাজাবাজার থেকে আর জি কর পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে বামফ্রন্ট। স্লোগান উঠেছে, প্রমাণ লোপাট করো যদি রানি তবে ছাড়ো গদি। পুলিশ তুমি উর্দি ছাড় তৃণমূলের ঝাণ্ডা ধর। শাসন্তিপূর্ণ এই মিছিল আটকাতে পুলিশের বিশাল সজ্জা রাজাবাজার থেকে শ্যামবাজারের পথে। মানিকতলার কাছে বিশাল ব্যারিকেড করে মিছিল আটকাতে চেয়েছিল পুলিশ। কিন্তু বিপুল জনস্রোত সেই বাধা সরিয়ে এগিয়ে যাচ্ছেন।
এদিনও লালবাজারের সামনে অবস্থান চালিয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রমণা লোপাটে দায়ী করে কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের পদত্যাগ দাবি করেছেন। পাশে রয়েছেন আমজনতা।
এদিন বামফ্রন্টের মিছিল ঘিরেও রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা আমজনতার বিপুল সমর্থন লক্ষ্য করা গিয়েছে। সজীব, প্রাণবন্ত সমর্থন রাস্তার পাশে পুরনো বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকা মহিলাদের মধ্যে। স্লোগানের তালে তালে তালি বাজাতে দেখা গিয়েছে। আর জি করে ধর্ষণ হত্যার তদন্ত এবং আসল দোষীদের সাজার দাবি জনমনের কত গভীরে তা আরেকবার প্রমাণ করছে এই মিছিল।
এদিকে এদিনই বিধানসভায় মুখ্যমন্রী দাবি করেছেন যে তিনি কিছু করেননি বলা যাবে না। তিনিই স্বাস্থ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রীও। ৯ আগস্ট চিকিৎসকের দেহ পাওয়ার পর থেকে প্রমাণ লোপাটে পুলিশ এবং স্বাস্থ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের তৎপরতায় প্রশ্ন তুলেছেন সব স্তরের চিকিৎসকরাই। প্রমাণ লোপাট করেছে মমতা ব্যানার্জির সরকার। কাকে ঢাকতে এবং কেন, ফের সেই প্রশ্ন তুলৃে মিছিলে হাঁটছেন বামফ্রন্টের নেতা কর্মীরা।
মিছিলের সামনে রয়েছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি, মহিলা নেত্রী সোমা দাস, মোনালিসা সিন্হা, শ্রমিক নেত্রী গার্গী চ্যাটার্জি সহ বহু মহিলা। মহিলা এবং যুবতীদের অংশগ্রহণ হয়েছে বিপুল সংখ্যায়।
Comments :0