MUKTADHARA | Probandha — BASAV BASAK — 13 MARCH 2024

মুক্তধারা | প্রবন্ধ — ভারতীয়ত্বের খোঁজে | বাসব বসাক — ১৩ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  Probandha  BASAV BASAK  13 MARCH 2024

মুক্তধারা | প্রবন্ধ

ভারতীয়ত্বের খোঁজে

বাসব বসাক

(গত সংখ্যার পর)

কিন্তু গত শতাব্দীর নয়ের দশক থেকেই
ইতিহাস নির্মাণের আরও একটা উপাদান ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে; আর সেটি
হলো জিনতাত্ত্বিক প্রমাণ। আমাদের দেহের গঠনগত ও কার্যকর একক যে কোটি
কোটি আনুবীক্ষণিক কোষ তার প্রতিটির কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসের মধ্যে
জট পাকিয়ে থাকা নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমের মূল উপাদান এক অনন্য
রাসায়নিক, যার নাম ডি-অক্সি-রাইবো-নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এই ডিএনএ-
র মধ্যেই আছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নির্দেশক জিন। এই জিনই বংশগতির
ধারক ও বাহক। জিন বা ডিএনএ খণ্ড বংশপরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক
প্রজন্মে বাহিত হয়। কালের নিয়মে ডিএনএ অনুর গঠনে কোনো বদল ঘটলে সেই
বদলও বাহিত হয় প্রজন্মান্তরে। যেহেতু জিনের পরিবর্তনগুলি কোনো একটি
গোষ্ঠীর অন্তর্গত ব্যক্তিদের মধ্যে ঘটে থাকে, এবং যেহেতু ভাষাগত ও

সাংস্কৃতিক পার্থক্য ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সদস্যদের মিলনের ক্ষেত্রে
প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এবং তাই পরিবর্তনগুলি সময়ের সঙ্গে সঙ্গে একটি
গোষ্ঠীর মধ্যেই পুঞ্জীভূত হতে থাকে, সেই হেতু এ কথা ভাবা ভুল হবে না যে,
সমসাময়িককালের যে গোষ্ঠীতে প্রচুর সংখ্যক জিনগত বৈচিত্র্য লক্ষ করা যায়
সেই গোষ্ঠীটি জিনগতভাবে প্রবীণতর গোষ্ঠী। অর্থাৎ সমসাময়িককালে
অস্তিত্বমান সেই গোষ্ঠীটির বিবর্তন ঘটেছে সুদীর্ঘ সময়কাল ধরে।
মহাদেশীয়স্তরে মানুষের সামগ্রিক জিনগত বৈচিত্র্যকে চিহ্নিত করতে গিয়ে দেখা
যাচ্ছে আফ্রিকা মহাদেশেই জিনগত বৈচিত্র্য সর্বাধিক। আফ্রিকাই যে মানব
প্রজাতি হোমো স্যাপিয়েন্সের প্রথম সূতিকাগার এহেন দাবির সঙ্গে এই
পর্যবেক্ষণ, সন্দেহ নেই সংশয়াতীত ভাবে সাযুজ্য পূর্ণ। বস্তুত, ওয়াই
ক্রোমোজোমের জিনগত বৈচিত্র্য সমূহ যা পুরুষ থেকে পুরুষে বাহিত হয় এবং কোষের
মাইটোকনড্রিয়াস্থিত ডিএনএ-র জিনগত বৈচিত্র্য যা কেবলমাত্র মা’য়ের দেহ
থেকেই তার সন্তানকুলের মধ্যে বাহিত হয়ে থাকে — এই উভয় বৈচিত্র্যই
সমসাময়িক আফ্রিকার মানুষের মধ্যে সর্বাধিক। আজ থেকে আনুমানিক ১ লক্ষ ৩০
হাজার থেকে ১ লক্ষ ৫০ হাজার বছর আগে এই আফ্রিকাতেই উদ্ভূত হয়ে হোমো
স্যাপিয়েন্স বা আধুনিক মানব যে এশিয়া হয়ে ক্রমশ ছড়িয়ে পড়েছিল পশ্চিম
গোলার্ধের নয়া দুনিয়ায় — তা এই জিনগত বৈচিত্র্যের তারতম্যের নিরিখে প্রতীতি
হয়। আফ্রিকার পরেই সব থেকে বেশি জিনগত বৈচিত্র্য পাওয়া গেছে এশীয়
জনগোষ্ঠীর মধ্যে, যা থেকে প্রমাণ হয় আফ্রিকা থেকে আধুনিক মানবের প্রথম
পরিযান ঘটে এশিয়াতেই। সুনির্দিষ্টভাবে বললে আফ্রিকা থেকে পরিযান শুরু করে
আধুনিক মানব প্রজাতি প্রথম যে সব জায়গার দখল নিয়েছিল ভারত ভূখণ্ড ছিল
সেইসব প্রাচীনতম অঞ্চলগুলির একটি।

(ক্রমশ)

Comments :0

Login to leave a comment