MUKTADHARA BAI SANDHYNE 7 JULY

মুক্তধারা বই সন্ধানে / প্রেম ও সমাজভাবনার নকশি কাঁথা

সাহিত্যের পাতা

MUKTADHARA BAI SANDHYNE 7 JULY

বই

প্রেম ও সমাজভাবনার নকশি কাঁথা

ভবানীশংকর চক্রবর্তী

                   
যে -কোনো শিল্পকর্মই আপন মনের মাধুরী  দিয়ে রচনা।কবিতা তো নিশ্চয়ই ।আর কবি-মানুষ যেহেতু সমাজ নিরপেক্ষ  নন,বরং আরও বেশি সমাজমনস্ক ,তাই  তাঁর শিল্পের বিষয়ও  স্বভাবতই সমাজ-অভ্যন্তর থেকে  আহরিত ।সমাজের প্রেম-অপ্রেম,
ন্যায়-অন্যায়,
ভালো-মন্দ সব কিছুকেই কবি কবিতার অবয়বে তুলে ধরেন। সাম্প্রতিক কালে প্রকাশিত কবি খগেশ্বর দাসও  তাঁর  'দুপুরে ছায়ার কাব্য ' কাব্যগ্রন্থে প্রেম ও সমাজভাবনার 
নকশিকাঁথা নির্মাণ করেছেন ।মোট  ষাটটি কবিতা নিয়ে গড়ে উঠেছে এই  কাব্যগ্রন্থটি ।কবির ঘোষণা ' এই  কাব্যগ্রন্থের কবিতাগুলি প্রধানত প্রেমের কবিতা '। তবু তিনি স্পষ্ট করে দিয়েছেন,' এই  প্রেম শুধু মানব -মানবীর প্রণয়মাত্র নয়, মানুষের সঙ্গে মানুষের সমস্ত রকমের সম্পর্ক এবং প্রকৃতির প্রতি ভালোবাসাকেও আমি প্রেমের অন্তর্ভুক্ত মনে করি' ।তিনি সেই প্রেমের নির্মাণ-বিনির্মাণে যে রূপকল্প ও উপমা  ব্যবহার করেছেন ,তাও সময় ও সমাজের  প্রেক্ষিত থেকেই। প্রেমের প্রতিশ্রুতি,বিরহের নিঃসঙ্গতা,সময় ও সমাজবাস্তবতা__ কোনো কিছুই বাদ যায়নি তাঁর কবিতার অবয়ব নির্মাণে।তিনটি অংশ এখানে প্রসঙ্গত উদ্ধার করা যেতে পারে -


১।অভিমান মুছে কাশের শুভ্রতায় 
তোমাকে শোনাব আগমনি
     ( প্রতিশ্রুতি )
২।ইজেলের  তীব্র রং মুছেছি ধূসর হাতে
শুধু কবিতায় যা  লিখি সেটুকু আমার নিজের প্রিয়
গুপ্ত সংগোপন
ছায়া ঢাকা গোপন গানের বীজ
     (যা লিখি কবিতায়) 
৩।পৃথিবীতে অন্য এক আবহ এখন
মানুষের বসবাস মন হয় অন্য উপগ্রহে 
  (নির্মোহ নিঃসঙ্গ)
          প্রবীর আচার্য-র প্রচ্ছদ     সুন্দর।মুদ্রণ  ঝকঝকে হলেও প্রমাদ চোখে পড়ে।বাঁধাই দুর্বল।বস্তুত বিষয়চমৎকারিত্ব ও নির্মাণের প্রসাদগুণেই বইটি পাঠকের ভালোবাসা দাবি করে ।

 

 ' দুপুরে ছায়ার কাব্য' 
  খগেশ্বর দাস
প্রকাশক- একুশ শতক 
১৫,শ্যামাচরণ দে স্ট্রিট
কলকাতা- ৭০০০৭৩
মূল্য -১২০ টাকা 

Comments :0

Login to leave a comment