MUKTADHARA PROBANDHA BASAB BASAK 5 JULY

মুক্তধারা প্রবন্ধ / জীববৈচিত্রের গুরুত্ব

সাহিত্যের পাতা

MUKTADHARA   PROBANDHA BASAB BASAK 5 JULY
জীববৈচিত্রের গুরুত্ব
বাসব বসাক
 
কনভেনশন তান বায়োডারভার্সিটির ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্ব অর্থনীতির নিরীখে ৪০ শতাংশ প্রান্তিক মানুষ তাদের প্রয়োজনের ৮০ শতাংশ ক্ষেত্রেই সরাসরি জীববৈচিত্রের ওপর নির্ভরশীল। অলসম্পদ রক্ষা করা, মৃত্তিকা উৎপাদন, মাটির দৃষ্টিগুণ সংরক্ষণ এবং খাদ্য ও শক্তিশৃঙ্খলকে অটুট রাখার ক্ষেত্রে যেমন জীববৈচিত্রের ভূমিকা অপরিসীম, তেমনই খাদ্য, ওষুধ, কাঠ থেকে শুরু ক'রে বিপুল জিন বৈচিত্রের জন্যেও আমরা প্রত্যক্ষভাবে জীব বৈচিত্রের ওপর নির্ভরশীল। এখন এই যে করোনা ভাইরাস নিয়ে এত হৈ চৈ হচ্ছে, কিন্তু আমরা কি জানি যে মানুষের বিবর্তনে ভাইরাসের গুরুত্ব ঠিক কতখানি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানাচ্ছেন কয়েক লক্ষ বছর আগে বিবর্তনের ধারায় শিম্পাঞ্জির থেকে মানুষ যখন আলাদা হয়েছে, সেই তখন থেকেই নানান ভাইরাসের সঙ্গে যুঝতে যুঝতে আমাদের জিনের অঙ্গীভূত হয়েছে ভাইরাসের তিন খন্ড আর এই ভাবে অন্তত ৩০ শতাংশ প্রোটিনের অভিযোজন ঘটিয়ে তারা সাহায্য করেছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জনে। 
 
The Economics, Ecosystemns and Biodiversity for National and International Policy Makers (2009)- এর রিপোর্ট অনুযায়ী বিশ্বে ৬৪০ বিলিয়ন ডলারের ওষুধ ব্যবসার প্রায় ৫০ শতাংশ নির্ভরশীল জীববৈচিত্রের নানা জিনগত উপাদানের ওপর। ৭০ বিলিয়ন ডলারের জৈবপ্রযুক্তির ব্যবসাও দাঁড়িয়ে আছে বিভিন্ন জীবজ উৎসেচক বা অনুজীবের ওপরে। ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলারের কৃষিক্ষেত্র তো পুরোটাই জীববৈচিত্র নির্ভর। অন্যান্য খাদ্য, মদ, স্পিরিট, তথাকথিত হার্বাল রূপচর্চার ব্যবসাও টিকে আছে জীববৈচিত্রর ওপর ভর করেই। অরন্য, তৃণভূমি, জলাভূমি বা প্রবাল প্রাচীরের মত বাস্তুতন্ত্রগুলোতে ভৌত পরিবেশের সঙ্গে কোটি কোটি বছর ধরে চলে আসা নানান জীবগোষ্ঠীর পারস্পরিক মিথোক্রিয়ার মধ্যে দিয়েই তো পৃথিবী হয়ে উঠেছে আমাদের সৌর জগতের মধ্যে এখনও পর্যন্ত জানা প্রাণশক্তিতে ভরপুর একমাত্র বাসযোগ্য গ্রহ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ম্যাকডোনাল্ড তাই যথার্থই বলেছেন ‘জীববৈচিত্রকে বাদ দিয়ে মানুষের কোনো ভবিষ্যৎ নেই। অথচ কেবলমাত্র মানব সমাজের নিয়ন্ত্রাদের অপরিসীম লোভের মাশুল দিতে গিয়ে এই বিপুল জীববৈচিত্র আজ ধ্বংসের মুখোমুখি। এর আগে পৃথিবীতে পাঁচ পাঁচবার নানান প্রাকৃতিক কারনে জীবগোষ্ঠীর গণবিলুপ্তি ঘটে গেছে। বিজ্ঞানীদের আশঙ্কা বর্তমান সময়ে, যতটা না প্রাকৃতিক, তার থেকে ঢের বেশি মনুষ্যজনিত কারনে বিশ্বের জীবকূল ষষ্ঠবারের জন্য গণবিলুপ্তির চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে।

Comments :0

Login to leave a comment