Manipur

মণিপুরের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে জল্পনা

জাতীয়

রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের অপ্রত্যাশিত পদত্যাগ বেশ কয়েকটি প্রশ্ন সামনে এনেছে, যার মধ্যে রয়েছে হিংসা কবলিত রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর উত্তরসূরি কে হবেন? বিজেপি এখনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও উত্তর-পূর্বের এই রাজ্যে শীর্ষ পদের দৌড়ে এগিয়ে থাকা পাঁচ সম্ভাব্য প্রার্থীর নাম নিয়ে আলোচনা চলছে বলে সূত্রের খবর।
আগামী ১০ ফেব্রুয়ারি মণিপুর কংগ্রেস তাঁর সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা ঘোষণা করার একদিন পরেই বীরেন সিং পদত্যাগ করলেন। ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বিজেপির উত্তর-পূর্ব কো-অর্ডিনেটর সম্বিত পাত্র বীরেন সিং এবং একদল বিধায়ক রাজ্যপাল অজয় ভাল্লার সঙ্গে দেখা করেন। তাঁকে আপাতত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে বহাল থাকতে বলা হয়েছে।

বীরেন সিংয়ের পরিবর্তে বিজেপির প্রার্থী হওয়া নিয়ে ক্রমবর্ধমান জল্পনার মধ্যেই পাঁচজন সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। সূত্রের খবর, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সম্বিত পাত্রের সঙ্গে একান্ত বৈঠকে হাজির ছিলেন এই ব্যক্তিরা: থকচম সত্যব্রত সিং, বসন্ত কুমার সিং, রাধেশ্যাম সিং, ইয়ুমনাম খেমচাদ সিং, বিশ্বজিৎ সিং। 
বিজেপির জাতীয় ইনচার্জ সম্বিত পাত্র সম্প্রতি মণিপুরের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন। দলের সামনে প্রধান চ্যালেঞ্জ হল এমন একজন নেতা নির্বাচন করা যিনি সমস্ত সম্প্রদায়কে একত্রিত করতে পারেন, বীরেন সিংয়ের অনুগামী এবং তাঁর বিরোধীদের একত্রিত করতে পারেন। দলীয় সংহতি বজায় রাখার জন্য নির্বাচিত নেতার উভয় পক্ষের সমর্থন থাকা অত্যাবশ্যক।

ইম্ফলের একটি বেসরকারি হোটেলে এই বৈঠক হয়, যেখানে রাধেশ্যাম, খেমচাঁদ, নিশিকান্ত এবং নিরুল হাসানের মতো বিজেপির বেশ কয়েকজন শীর্ষ নেতা উপস্থিত ছিলেন।

Comments :0

Login to leave a comment