সোমাবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে মঙ্গলবার দমদমের কালিন্দী এলাকায় মিছিল করল সিপিআই(এম)। সেই মিছিলেও বাধা দিল পুলিশ। অভিযোগ মহিলা কর্মী ও ছাত্রীদের উপর আক্রমণ করে পুরুষ পুলিশ। কুশপুতুল পোড়াতেও বাধা দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রী বার্ত্য বসুর পদত্যাগের দাবিতে, বিশ্ববিদ্যালয় ও কলেজে নৈরাজ্যের দূর করার ডাক দিয়ে লেকটাউনে প্রতিবাদ কর্মসূচির ওপর হামলা করে সিপিআই(এম) জেলা সম্পাদক পলাশ দাশের ওপর। গ্রেপ্তার করা এসএফআই রাজ্য কমিটির সদস্য ঋতাঙ্কর দাসকে। পরে পুলিশ তাঁকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়। পুলিশও তৃণমূলের চড়াও হওয়ার ঘটনার প্রতিবাদে জানিয়ে এদিন সন্ধ্যায় সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ডাকে নাগেরবাজার থেকে লেকটাউন ঘড়ির মোড় পর্যন্ত মহামিছিল হয়। মিছিলে ছিলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, জেলা সম্পাদক পলাশ দাস সহ অনান্য নেতৃবৃন্দ। মিছিল থেকে স্লোগান ওঠে ‘দমদম জুড়ে দাবি এক, ব্রাত্য বসুর পদত্যাগ’।
সেলিম বলেন, ‘‘পুলিশ যে ভাবে প্রতিবাদীদের উপর আক্রমণ করছে তার থেকেই স্পষ্ট কিছু লুকানোর আছে। মন্ত্রী দুঃখ প্রকাশ করার নাটক করছেন এবং তৃণমূল একটার পর একটা মিথ্যাচার করে যাচ্ছে। মূল কথা হচ্ছে মন্ত্রীর নেতৃত্বে প্রতিবাদী ছাত্রদের উপর গাড়ি চালানো হয়েছিল। তাই সেই মন্ত্রীর গ্রেপ্তারি চাই।’’ তিনি আরও বলেন, ‘‘ঘটনার পর যারাই এর প্রতিবাদ করছে বিশ্ববিদ্যালয়ে বা বিশ্ববিদ্যালয়ের বাইরে , পুলিশ বাধা দিয়ে আক্রমণ করে প্রায় তৃণমূলের ভূমিকা পালন করছে। মানুষ যখন প্রতিবাদ করছে তখন তৃণমূল ভয় পেয়ে পুলিশকে এগিয়ে দিচ্ছে।’’ তাঁর অভিযোগ গোটা দেশে মোদী-যোগীরা যা করছে এখানে মমতা ব্যানার্জিও তাই করছেন। আসলে ক্ষমতার দম্ভ, সেই দম্ভকে মানুষ ভেঙ্গে দেবেন।
selim dumdum
শিক্ষামন্ত্রীর পদত্যগের দাবিতে নাগেরবাজারে মহামিছিল

×
Comments :0