MD SALIM CGO

বিদেশে পাঠানো টাকা ফেরাতে বিদেশ সফর মুখ্যমন্ত্রীর: সেলিম

রাজ্য

ছবি নিজস্ব সংগ্রহ থেকে।

‘লাইনে নয়, আইনে চলুন’।

এই স্লোগান তুলেই ৫ অক্টোবর সিজিও কমপ্লেক্স ঘিরবে সিপিআই(এম)। যোগ্য যুবদের রাস্তায় বসিয়ে টাকার বিনিময়ে সরকারি চাকরি নিলামে শাস্তি দিতে হবে। দুর্নীতির মাথাদের চিহ্নিত করতে হবে। 

বুধবার সাংবাদিক সম্মেলনে কর্মসূচিকে এভাবেই ব্যাখ্যা করেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক এবং পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের পর এদিন কলকাতায় মুজফ্‌ফর আহমদ ভবনে সাংবাদিক সম্মেলন করেন সেলিম। তিনি বলেছেন, ‘‘লুটের টাকা বিদেশে গেছে। যেমন আদানিরা বিদেশ ঘুরিয়ে দেশে টাকা ঢুকিয়েছে এ রাজ্যেও সেই চেষ্টা হচ্ছে। বিদেশে পাঠানো টাকা ফিরিয়ে আনতে মুখ্যমন্ত্রীর বিদেশ সফর।’’

এক প্রশ্নে তাঁর মন্তব্য, ‘‘পদ দেখিয়ে অপরাধ আড়াল করা ঠিক নয়। এ’কথা যে কারোরই বলা উচিত যে আইন আইনের পথে চলবে।’’ ঘেরাও কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘রঙ দেখে তদন্ত চালানো যাবে না। কে বিজেপি’তে যাবে বা যেতে পারে, তা দেখে ছাড় দেওয়া হলে প্রতিবাদ হবে। ইডি এবং সিবিআই’র ভূমিকার জন্য প্রশ্নের মুখে পড়বে কেন্দ্রের সরকারে আসীন বিজেপি।’’

এদিনই ইডি’র জেরায় মুখোমুখি হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি। তাঁর দাবি, দিল্লিতে বিজেপি বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’-র সমন্বয় কমিটির বৈঠকের দিনই তাঁকে জেরায় ডাকা হয়েছে রাজনৈতিক কারণে। যাতে তিনি বৈঠকে যেতে না পারেন।

তদন্তে ঢিলেমি নিয়ে সরাসরি আদালতে গুঁতো খেয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি এবং সিবিআই। কেন্দ্রের সরকারে আসীন বিজেপি এবং রাজ্যের তৃণমূলের বোঝপড়ায় দুর্নীতির তদন্তে ঢিলেমি হচ্ছে, বলেছে সিপিআই(এম)।

এই সংক্রান্ত এক প্রশ্নে সেলিম সতর্ক করেছেন যাতে বিজেপি’কে বলার সুযোগ করে না দেওয়া হয়। যাতে নরেন্দ্র মোদীর দল বলতে না পারে যে ‘ইন্ডিয়া’-র কোনো আহ্বায়ককে তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্তে ডেকেছে। 

এক প্রশ্নে সেলিম বলেছেন, ‘‘সকলেরই বলা উচিত যে আইন আইনের পথে চলবে। শাসক বা বিরোধী, যেখানেই যে থাকুন না কেন তার জন্য আইনি প্রক্রিয়াকে বেলাইন করার চেষ্টা উচিত নয়।’’ তিনি বলেন, ‘‘দুর্নীতি এবং দুষ্কৃতী বিরোধী আন্দোলন জারি রাখবে সিপিআই(এম)। রাজ্য কমিটিতে সেই মর্মে সিদ্ধান্ত হয়েছে। হেপাজতে নিয়ে জেরা করতে হবে।’’

সেলিম বলেছেন, ‘‘আদালতের হলফনামায় যিনি লিখেছেন যে তিনি এখন আর ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-র সিইও নন। মিথ্যা বলেছেন। তিনিই সিইও।’’ 

Comments :0

Login to leave a comment