CPIM Purba Bardhaman

পূর্ব বর্ধমান জেলা সম্মেলন: ভবিষ্যতের বীজ অঙ্কুরিত করার আহ্বান সেলিমের

জেলা

অজয় দাশগুপ্ত: কালনা, 
অতীতের খাঁচায় বন্দি না থেকে উদ্ভূত পরিস্থিতিকে অনুধাবন করে ভবিষ্যতের সম্ভাবনার বীজকে অঙ্কুরিত করতে হবে। রবিবার সিপিআই (এম) পূর্ব বর্ধমান জেলা ২৬তম সম্মেলনের প্রতিনিধি অধিবেশনে পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, পরিস্থিতির প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। নতুন নতুন সম্ভাবনাকে পরতে পরতে উদ্ঘাটন করে, ইতিবাচক অগ্রগতিকে সংহত করে অচলিত (আনট্র্যাভেলড) পথ ধরেই আমাদের এগিয়ে যেতে হবে। 
শনিবার পেশ করা খসড়া রাজনৈতিক-সাংগঠনিক রিপোর্টের ওপর প্রতিনিধিদের আলোচনাতেও এই প্রসঙ্গ উঠে আসে। খেতমজুরের মজুরি বৃদ্ধির আন্দোলন প্রসঙ্গে প্রতিনিধিরা বলেছেন, ভয় যেমন ছোঁয়াচে, সাহসও তেমনি সংক্রামক। তৃণমূল সরকারের আমলে এক দশক ধরে মজুরি বাড়েনি, মজুরি বৃদ্ধির কথা কেউ বলতেই পারেনি আতঙ্কগ্রস্ত হয়ে। কিন্তু যখন লাল ঝান্ডার উদ্যোগে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু হলো, তখন মানুষ তার সমর্থনে সাহস করে বেরিয়ে এলেন। তৃণমূলীদের হুমকি, রক্তচক্ষু উপেক্ষা করেই মজুরি বৃদ্ধির আন্দোলনে তাঁরা শামিল হলেন। সারা জেলায় খেতমজুরদের সংগঠিত করে ইতিমধ্যে ২৩৪টি গ্রামে ২০টাকা থেকে ৫০টাকা পর্যন্ত মজুরি বৃদ্ধি সম্ভব হয়েছে। কালনা-২, বর্ধমান-২ সহ ৬-৭টি ব্লকে সাহসী লড়াইয়ের কথাও উঠে এসেছে সম্মেলনের প্রতিনিধিদের আলোচনায়। পাট্টাদারদের জমি রক্ষার উল্লেখযোগ্য আন্দোলনও হয়েছে সদর-১,সদর-২, কালনা-২, গলসী-২, আউশগ্রাম-পশ্চিম, ভাতাড়-২ সহ আরো কয়েকটি এলাকায়। গরিবের কেড়ে নেওয়া জমি পুনর্দখল করে পাট্টাদারদের হাত তুলে দিয়েছেন কৃষকরা। 
গত পঞ্চায়েত নির্বাচনে পার্টির পক্ষে ব্যাপক সাড়ার কথা উল্লেখ করে প্রতিনিধিরা বলেছেন, মনোনয়ন পেশের মিছিলে এত মানুষ দেখে আতঙ্কিত তৃণমূলীরা বলাবলি করেছে, কোথা থেকে এত লাল ঝান্ডা বেরিয়ে এলো? একইসঙ্গে, পঞ্চায়েত নির্বাচনের দিন এবং পরে গণনা কেন্দ্রে ব্যাপক ভোটলুটের কথাও তুলে ধরেছেন প্রতিনিধিরা।  পঞ্চায়েত নির্বাচনের আগের দিন আউশগ্রামে কমরেড রাজিবুল হকের শহীদ হওয়ার ঘটনা উল্লেখ করে সেখানকার প্রতিনিধি বলেন, শহীদ কমরেডের লাশ নিয়ে আমরা যখন কিছুটা বিহ্বল, তখন গ্রামের মানুষ এই খুনের জবাব দিতে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে দল বেঁধে ভোট দিতে চলে এসেছেন। জোটবদ্ধ মানুষের  সামনে পিছুহটে তৃণমূলীরা। ২৩৭ভোটে ওই বুথে পার্টি জয়ী হয়। আশেপাশের বুথগুলিতেও ভোটে লালঝান্ডা এগিয়ে ছিল, কিন্তু প্রশাসন, পুলিশ ও আমলাদের সহযোগিতায় তৃণূমূল রিগিং করে নেয়। 
এদিন মহম্মদ সেলিমও পঞ্চায়েত নির্বাচনের সাফল্যের কথা উল্লেখ করে বলেন, এই ইতিবাচক অগ্রগতিকে সংহত করে লোকসভা নির্বাচনে আমরা কেন তার প্রতিফলন ঘটাতে পারলাম না, সেই সমীক্ষা করতে হবে।

Comments :0

Login to leave a comment