গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত্যু হয়ে ঘন্টার পর ঘন্টা গাছে ঝুলে রইল যুবকের দেহ। ইসলামপুর থেকে দমকল বাহিনী গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা বলে অভিযোগ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মুকদুমি এলাকায়। মৃত ওই যুবকের নাম দিলদার মহম্মদ (২৮)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামের উপর দিয়ে গিয়েছে ১১ হাজার বিদ্যুৎতের তার। গ্রামবাসীরা কয়েক মাস আগে সেই বিদ্যুৎতের তার সরানোর জন্য চোপড়া বিদ্যুৎ দপ্তরের জানিয়ে ছিলেন গ্রামবাসীরা। কিন্তু রবিবার গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান। মৃত্য হলে ঘন্টার পর ঘন্টা গাছে ঝুলে রইল যুবকের দেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। এরপর ইসলামপুর থেকে দমকল বাহিনী গিয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে চোপড়া থানার পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তাই যুবকের পরিবারকে ক্ষতিপূরণ ও বিদ্যুৎতের তার সরানোর জন্য সরব হয়েছে গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Youth Electrocuted
ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, গাছে ঝুলে রইল যুবকের দেহ
×
Comments :0