চিন্ময় কর: মেদিনীপুর
যতদিন কেন্দ্রে বিজেপি রয়েছে ততদিন এরাজ্যে দূর্নীতিবাজ, তোলাবাজ ও খুনী ষড়যন্ত্রকারীদের কোনো শাস্তি হবে না। শনিবার মেদিনীপুরে একথা ভলেছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
এদিন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বামফ্রন্ট ও সিপিআই(এমএল)লিবারেশন মনোনীত সিপিআই প্রার্থী মনিকুন্তল খামরই এর সমর্থনে মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ড নিয়ে কেন্দ্রীয় মিছিল হয়। শহরের বিদ্যাসাগর হল ময়দানে জমায়েত স্থলে প্রাথমিক বক্তব্য রাখেন মহম্মদ সেলিম।
তিনি বলেন সেই ২০১৪ সাল থেকে একের পর এক জালিয়াতি, পাচার, সরকারী প্রকল্পের একশ দিনের কাজ সহ আবাস যোজনায় যে পরিমান দুর্নীতি ও লুঠ হয়েছে তাতে তৃণমূলের নেতা মন্ত্রী সহ অভিষেকের জেলে থাকার কথা। তা হয়নি। আরএসএস’র ছত্রছায়ায় রয়েছে তৃণমূল কংগ্রেস।
তিনি বলেন, লুঠের রাজত্বে বাংলার মানুষ ক্ষিপ্ত। প্রতিকার চেয়ে রাত জাগছেন, রাস্তা দখল করে বিক্ষোভ প্রতিবাদে সরব হয়েছেন রাজ্য জুড়ে। মানুষ এর পরিবর্তন চায়। এই সময়ে রাজ্যে ৬টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। প্রশাসনের কাছে সাধারণ মানুষ একটাই প্রত্যাশা করেন যে রাজ্যের নির্বাচক মন্ডলী যাতে নিজেদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারেন। তিনি বলেন, দেশের সর্বনাশ করছে বিজেপি আর রাজ্যের সর্বনাশ করছে তৃণমূল।
তিনি বলেন, আজ তিন মাস আর জি কর ঘটনার বিচার পেলো না নির্যাতিতার পরিবার। মোদী, অমিত শাহরা কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যেমন চালাচ্ছে তেমনি চলছে।
মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে মহম্মদ সেলিমের সংক্ষিপ্ত সভার পরই প্রচার মিছিল বের হয়। লাল ঝান্ডার দীপ্ত স্লোগানে মেদিনীপুর শহর গমগম করে ওঠে। শতশত মানুষের অংশগ্রহনে মহামিছিলের আকার নেয় এই প্রচার মিছিল। দীর্ঘ ৬ কিমি পথে প্রার্থীকে সামনে রেখে সেই মিছিল এগিয়ে চলে।
Comments :0