HOCKEY INDIA

পুরুষদের হকিতে এখন প্রথম চারে ভারত

খেলা

HOCKEY INDIA জার্মানির সঙ্গে ম্যাচের একটি ছবি।

পরপর জার্মানি ও অস্ট্রেলিয়াকে হারানোয় পুরুষদের হকির বিশ্ব ক্রমতালিকায় ওপরে উঠল ভারত। আন্তর্জাতিক হকি ফেডারেশনের তালিকায় ভারত এখন চারে। 

দু’মাস আগেই ওডিশায় বিশ্ব চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। ক্রমতালিকায় ছয়ে ছিল। চলতি এফআইএইচ প্রো লিগে দুই বিশ্বসেরা দলকে পরপর হারিয়ে উঠল চারে। 

প্রো লিগ চলছে রাঁচির বিরসা মুন্ডা স্টেডিয়ামে। জার্মানিকে পরপর ৩-২, ৬-৩ ব্যবধানে হারিয়েছে ভারত। অস্ট্রেলিয়াকে, লিগের দু’ধাপে, দুই ম্যাচে হারিয়েছে ৫-৪ এবং ৪-৩ ব্যবধানে। 

ক্রম তালিকায় ওপরে ওঠায় বাড়তি উচ্ছ্বাস যদিও দেখাচ্ছে না ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের প্রতিক্রিয়া, ‘‘তালিকায় আমরা কোথায় তা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কত সুযোগ ম্যাচে তৈরি করতে পারলাম, তার কত কাজে লাগিয়ে বিপক্ষকে কোণঠাসা করতে পারছি, সেদিকেই বেশি মনোযোগ দিতে চায় দল।’’ 

ভারতকে জায়গা ছেড়ে দিয়ে চার থেকে পাঁচে নেমে গিয়েছে অস্ট্রেলিয়া। জার্মানি নেমে গিয়েছে এক থেকে তিনে। নেদারল্যান্ডস রয়েছে শীর্ষে। দুইয়ে বেলজিয়াম। 

Comments :0

Login to leave a comment