দীর্ঘদিন ধরেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং। ২০২৪ সালে আই লিগ জিতে আইএসএলে যোগ্যতা অর্জন করলেও এই প্রতিযোগিতাতেও একদম শেষের দিকেই ছিল তারা। তবে এবার কলকাতা লিগও তাদের পিছু ছাড়ল না। ব্যারাকপুরে শুক্রবার ইউনাইটেড কলকাতার কাছে ১-১ গোলে ড্র করে অবনমন পর্বে চলে গেল মহামেডান স্পোর্টিং ক্লাব। ইউনাইটেড সুপার সিক্সে আগেই যোগ্যতা অর্জন করে ফেলেছিল। কিন্তু মহামেডানের কাছে ম্যাচটি ছিল মরণ বাঁচনের। সেইমতো আক্রমণের ধার বাড়িয়েই খেলে চলেছিল মহামেডান। তবে ৬ মিনিটের মাথায় এগিয়ে যায় ইউনাইটেড। বাবাই পৈলান গোল করেন। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে লালংসাকার গোলে সমতায় ফেরে মহামেডান। তবে অনেক আসা জাগিয়েও জয়সূচক গোলটি তুলতে পারেনি তারা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে দশম স্থানে শেষ করে এবার অবনমন পর্বের ম্যাচ খেলতে হবে তাদের। বাংলা তথা ভারতের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব। স্বাধীনতার আগে ও পরেও এই ক্লাবের সাফল্যে উজ্জ্বল হয়েছে ভারতীয় ফুটবল। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে ১৯৬০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকায় ( এখন বাংলাদেশের রাজধানী ) আগা খান কাপ জিতেছিল মহামেডান। তবে বেশ কয়েকবছর ধরে মাঠ এবং মাঠের বাইরের বিভিন্ন সমস্যায় জর্জরিত সাদা কালো ব্রিগেড। গৌরবময় অতীতকে সঙ্গী করেই এই কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করেই প্রাণবন্ত ভবিষ্যত গড়তে হবে মহামেডানকে। নয়তো পরবর্তী প্রজন্মের কাছে অচেনাই রয়ে যাবে মহামেডান স্পোর্টিং ক্লাব।
Calcutta football League
অবনমন পর্বে মহামেডান

×
মন্তব্যসমূহ :0