ভারতীয় ফুটবলের বড় নাম মোহনবাগান দ্বিচারিতার শিকার । একটা সময় দেশের স্বাধীনতার ইতিহাসে যাদের নাম স্বর্ণাক্ষরে জুড়েছিল । তাদের নামের সাথে রয়েছে অংসংখ্য ট্রফি ও ঐতিহ্য । কিন্তু এবার এশীয় স্তরে সমস্যার মুখে জাতীয় ক্লাব । গত ২ অক্টোবরে ইরানে ট্রাক্টর এফসির সাথে খেলা ছিল মোহনবাগানের । কিন্তু ইরানের যুদ্ধবিগ্রহ পরিস্থিতির জন্য ক্লাবের তরফ থেকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছিল যে , এই অবস্থায় তারা সেখানে খেলতে যাবেনা এবং তাদের যেন একটা নিরপেক্ষ ভেন্যু দেওয়া হয় । কিন্তু এএফসি এই বিষয়ে কর্ণপাত না করে মোহনবাগানকে এই প্রতিযোগিতা থেকে বাতিল করে দেয় । কলকাতায় যদিও ১৮ সেপ্টেম্বরে রাভশানের বিরুদ্ধে একটি ম্যাচ খেলে ফেললেও মোহনবাগানের সেই ম্যাচটিকে বাতিল হিসেবেই ধরা হয়েছে । এছাড়াও তাদের অন্যান্য ম্যাচগুলিও বাতিল করা হয়েছে । ইরানে খেলতে না যেতে চাওয়ায় মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে তাদের সমস্ত খেলোয়াড়দের সম্মিলিত সইসমেত একটি বিবৃতি পাঠানো হয় এএফসিতে । কিন্তু তাতেও সিদ্ধান্তে অনড় থেকেছিল মহাদেশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । ২ নভেম্বরে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এএফসি থেকে তাদের কোনো জরিমানা না করা হলেও এই মরশুমে তাদের সমস্ত ম্যাচ বাতিল করা হয়েছে । অর্থাৎ এএফসি খেলার পথ এই মরশুমে বন্ধই হয়ে গেলো সবুজ মেরুনের জন্য । এই একই কারণে ম্যাচের স্থান পরিবর্তনের বিষয়ে এএফসিকে চিঠি দিয়েছিল রোনাল্ডোর ক্লাব আল নাসেরও । কিন্তু তাদের ক্ষেত্রে বদল করা হয়েছিল ম্যাচের ভেন্যু । তবে কেন দ্বিচারিতার শিকার হতে হল সবুজ মেরুনকে ? সেই নিয়েই উঠছে প্রশ্ন । রোনাল্ডোর মত বড় নামের জন্যই কি বাড়তি সুবিধা পেলো আল নাসের ? এই ব্যাপারে ফোনে গণশক্তি ডিজিটালকে ফুটবল ময়দানের কর্মকর্তা নবাব ভট্ট্যাচার্য বলেছেন ' মোহনবাগান যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা একদম ঠিক , এএফসির এই ব্যাপারে পুনর্বিবেচনা করা উচিত ছিল ' । ইরানে খেলতে না যাওয়াতে তাদের সমর্থন জানিয়ে নবাব জানিয়েছেন ' একটা যুদ্ধবিগ্রহ পরিস্থিতে যেখানে খেলোয়াড়দের নিরাপত্তা না থাকে তাহলে সেখানে খেলতে গেলে যদি কারোর একটা কিছু হয়ে যেত তখন তার দায়িত্ব কে নিত ' । এএফসিকে তুলোধোনা এবং এআইএফএফকে অনুরোধ করে তিনি বলেছেন ' আল নাসেরের জন্য একরকম নিয়ম আর মোহনবাগানের জন্য একরকম , মোহনবাগানের সাথে এইটা ফেয়ার হলনা , আমি এআইএফএফকে অনুরোধ করবো এই ব্যাপারে ভেবে দেখতে ' ।
MOHUN BAGAN AFC
এএফসির দ্বিচারিতার শিকার মোহনবাগান
×
Comments :0