ISL

৪ গোলে জিতে শীর্ষেই থাকল মোহনবাগান

খেলা

প্রথমার্ধে ৩ গোলের পর। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে কামিংসের সেন্টার থেকে ফের একবার গোল করেন মানভির । নিজের দ্বিতীয় গোল করেন মানভির। গোটা ম্যাচে হাতেগোনা কয়েকটা সুযোগ তৈরি করলেও তা গোল করার জন্য যথেষ্ট ছিলনা মহামেডানের। ম্যাচ জিতে ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো মোহনবাগান।

প্রথমার্ধের শেষে ৩ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। ম্যাচের ১১ মিনিটে শুভাশিসের গোলে এগিয়ে যায় মোহনবাগান। মহামেডানের বিরুদ্ধে ফিরতি ম্যাচেও গোল পেলেন শুভাশীষ। ১৯ মিনিটে কামিংসের কর্নার থেকে গোল করে ব্যবধান বাড়ান মানভির সিং। ম্যাচের ৪৩ মিনিটে কামিংসের ফ্রি কিক থেকে ফের একবার গোল করেন শুভাশিস। এই নিয়ে মোট ৬ টি গোল হয়ে গেল শুভাশিসের। প্রথমার্ধের শেষ হওয়ার আগে লাল কার্ড দেখেন মহামেডানের কাশিমভ।

 

Comments :0

Login to leave a comment