দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে গোল করে এগিয়ে যায় মোহনবাগান। গোল করেন টংসিন। তবে ৩ মিনিটের মধ্যেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। রাজ বাস ফোরের বুকে বল লাগলেও পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি বাইরে মারেন ইস্টবেঙ্গলের জোসেফ। পেনাল্টি মিসের পর পুরোপুরি ম্রিয়মান হয়ে পড়ে ইস্টবেঙ্গল। গোটা খেলা নিয়ন্ত্রণ করেই ম্যাচ জিতল মোহনবাগান। সিনিয়র ও জুনিয়র সব ধরনের ডার্বিতেই জয় পেল সবুজ মেরুন।
Naihati Derby
নৈহাটি ডার্বিতে জয় সবুজ মেরুনের
×
Comments :0