NATUNPATA | BOOK TOPIC | National Science Day — PRODOSH KUMAR BAGCHI — 28 FEBRUARY 2024

নতুনপাতা | বইকথা | জাতীয় বিজ্ঞান দিবসে | বিবর্তনবাদকে ওরা চাপা দিতে চায় — প্রদোষকুমার বাগচী — ২৮ ফেব্রুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  BOOK TOPIC  National Science Day  PRODOSH KUMAR BAGCHI  28 FEBRUARY 2024

নতুনপাতা | বইকথা  

জাতীয় বিজ্ঞান দিবসে 

বিবর্তনবাদকে ওরা চাপা দিতে চায়  

প্রদোষকুমার বাগচী

বিবর্তনবাদকে ওরা চাপা দিতে চায় 
সম্প্রতি কেন্দ্রীয় সরকার দশম শ্রেণি পর্যন্ত স্কুল পাঠক্রম থেকে বিবর্তন বিজ্ঞান বাদ দিয়েছে। এনিয়ে বিতর্ক চলছে। বিবর্তন সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কৃত বিজ্ঞান। বিবর্তনের বিজ্ঞান ও  দর্শন  বস্তুবাদ ও বিজ্ঞানমনস্কতার অন্যতম ভিত্তি। প্রথাগতভাবে বিজ্ঞান শিক্ষা না করেও ডারউইন বিজ্ঞান চিন্তায় যে বিপ্লব ঘটিয়েছিলেন তাতে জীবের পরিবর্তনশীলতার নিয়ম আবিষ্কারে মার্কস-এঙ্গেলসও উচ্ছ্বসিত ছিলেন। অন্যদিকে গত আড়াইশো বছরের বেশি সময় ধরে ভাববাদী শিবির এই বিজ্ঞানকে মেনে নিতে পারেনি। আজও এর অপব্যখ্যা চলছে এবং স্কুল পাঠক্রম থেকে ছেলেমেয়েদের মনে যাতে বিবর্তনবাদ নিয়ে কোনও জিজ্ঞাসা তৈরি না হয় তার চেষ্টা চালানো হচ্ছে বিবর্তনবাদকে বাদ দিয়ে। মানুষ দেবতার সৃষ্টি, বা দেবতা আর মুনি ঋষিরা একে অপরের সঙ্গে কথা বলতো এসব যে নিতান্তই বাজে কথা তা বিবর্তনবাদের মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়। আজকের শিক্ষাকে পিছন দিকে নিয়ে যাবার যে আয়োজন শুরু হয়েছে তা প্রতিহত করতে হলে বিবর্তনবাদের দর্শন ও বিজ্ঞানকে বুঝতে হবে। দশম শ্রেণির পর অনেকেই চলে যায় কলা ও বাণিজ্য বিভাগে। এই বিপুল শিক্ষার্থীর কাছে আধুনিক জীব বিজ্ঞানের ভিত্তি যে বিবর্তনবাদ সে সম্পর্কে তাদের বিজ্ঞানসম্মত  ধারণা গড়ে তুলতে প্রয়োজনীয় সাধারণ জ্ঞান থেকে তারা বঞ্চিত হবে। তার ফলে সমাজে চিন্তার কাঠামো গড়ে তোলার ক্ষেত্র দুর্বল হবে। সেকথা মনে রেখে সকলের বোঝার মতো করে  সহজ সরলভাবে বিবর্তনবাদ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে এই পুস্তিকায়। 
  বিবর্তন : বিজ্ঞান ও দর্শন 
  অর্ণব রায়। রূপালি। সুভাষপল্লী, খলিসানি, চন্দননগর। ৬০ টাকা।

Comments :0

Login to leave a comment