NATUNPATA | MONDA MITHI | WOMEN'S DAY — MAA | PALLAB MUKHAPADHAYA — 9 MARCH 2024

নতুনপাতা | মণ্ডা মিঠাই | বিশ্ব নারী দিবসে — মা — পল্লব মুখোপাধ্যায় | নতুন বন্ধু | ৯ মার্চ ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  MONDA MITHI  WOMENS DAY  MAA  PALLAB MUKHAPADHAYA  9 MARCH 2024

নতুনপাতা | মণ্ডা মিঠাই 

বিশ্ব নারী দিবসে

মা
পল্লব মুখোপাধ্যায়

"খোকা মাকে শুধায় ডেকে--/'এলেম আমি কোথা থেকে,/কোন্‌খেনে তুই কুড়িয়ে পেলি
আমারে।'/মা শুনে কয় হেসে কেঁদে/খোকারে তার বুকে বেঁধে--/'ইচ্ছা হয়ে ছিলি মনের
মাঝারে।"


শৈশব থেকে শুরু করে একটি খুব শক্তিশালী বন্ধন প্রতিষ্ঠিত হয় যেখানে মা হয়ে ওঠে
ছোট ছেলে বা মেয়ের ভালবাসা এবং স্নেহের অসাধারণ এক অনুভূতি। যে বাচ্চা ছেলে-
মেয়েদের মায়ের সাথে নিরাপদ সংযুক্তি নেই তাদের পরবর্তী জীবনে আচরণগত সমস্যা
হতে পারে। গবেষণায় দেখা গেছে যে ছেলেমেয়েরা শিশু বয়সে তাদের মায়ের সাথে নিরাপদে
বন্ধনে আবদ্ধ হয় না তারা পরবর্তী জীবনে অনেক বেশি প্রতিকূল, ধ্বংসাত্মক এবং
আক্রমণাত্মক আচরণ করে। যে ছেলে বা মেয়েরা তাদের মায়ের কাছাকাছি থাকে তারা
লেখাপড়ায় ভাল ফলাফল করে।মায়েরা প্রায়ই ছেলে বা মেয়ের মধ্যে মানসিক বুদ্ধিমত্তা
লালন করে, তাদের নিজেদের অনুভূতি চিনতে এবং প্রকাশ করতে এবং অন্যদের অনুভূতির
সাথে আরও বেশি মিলিত হতে শেখায়।


ব্রিটিশ ঔপন্যাসিক, নাট্যকার ও কবি স্যার উইলিয়াম জেরাল্ড গোল্ডিং এর
পর্যবেক্ষণ ছিল, নারীরা পুরুষের সমান বলে ভান করা বোকা। তারা অনেক উন্নত এবং
সর্বদাই তা ছিল | ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে
জড়িত নারীত্বের বিভিন্ন সত্ত্বার প্রকাশকে ফিরে দেখা |
কোনও ছেলে তার জননীকে দেখে বলে ওঠে 'মা মাগো মা, মা গো মা, আমি এলাম তোমার
কোলে, তোমার ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে।' আবার কোনও মেয়ের তার মায়ের
প্রতি নিবেদন 'তুমি মা আমাকে পৃথিবীর এই আলো দেখিয়েছিলে |'
আর পেলেগেয়া নিলোভনা ভ্লাসোভা | 

রূশ কথাসাহিত্যিক মাক্সিম গোর্কি রচিত কালজয়ী
উপন্যাস 'মাদার'-এর কিংবদন্তি চরিত্র 'মা' আজও গোটা দুনিয়ার লক্ষ-লক্ষ, কোটি-
কোটি শ্রমজীবী সন্তান-সন্ততিকে দেখিয়ে চলেন সংগ্রামের রূপরেখা |

Comments :0

Login to leave a comment