NATUNPATA / STORY — MANISH DEB — 14 JANUARY 2024

নতুনপাতা / গল্প — আলো ফুটুক — মনীষ দেব / ১৪ জানুয়ারি ২০২৪

ছোটদের বিভাগ

NATUNPATA  STORY  MANISH DEB  14 JANUARY 2024

নতুনপাতা  

গল্প

আলো ফুটুক

মনীষ দেব

একটা উঠোন — যে উঠোনে রোদ্দুরে ছায়ার আলপনা এঁকে যায় — ফুটু। বৃষ্টি ভেজা সেই উঠোনেই আছাড় পড়ে কাঁদা মাখা জীবন। কুয়াশায় ঢাকা পড়ে যায় ফুটু এবং ফুটুর পালং-এর আঁটি যা নিয়ে গঞ্জের হাটে যাবে ফুটু। না কেউ শুধবে না পালং-এর আঁটির কী জাত — কী ধর্ম। যেমন কলিমের খেজুরের রসে চুমুকের আগে কেউ জানবে না, কোন সম্প্রদায়ের রস — কোন জাতের রস। মানুষ জাত খোঁজে না, শুধু বিশ্বাস খোঁজে — বিশ্বাস এবং বিশ্বাস।

তাই যে উঠোনে পালং-এর আঁটি সাজায় ফুটু, সেই উঠোনেই রসের হাঁড়ি ভরে কলিম। এক উঠোন — এক আকাশ।

আকাশে আলো ফোটার আগেই — আল্লা মেঘ দে পানি দে — গেয়ে যাওয়া মানিক মাঝি; বোষ্টমী নবমীদাসীকে পৌঁচ্ছে দেয় নদীর ঘাটে। একতারায় বাঁধা নবমীদাসীর — 
              ' রাই জাগো 
                রাই জাগো 'র 
সুরে মিশে যায় ভোরের আজান — 
                আলো ফুটুক 
                আলো ফুটক
                আলো ফুটুক।

Comments :0

Login to leave a comment