NEET FINAL

‘নিট’: সংশোধিত তালিকায় নামল প্রথম স্থানাধিকারীর সংখ্যা

জাতীয়

স্নাতক স্তরের মেডিক্যাল প্রবেশিকা ‘নিট-ইউজি’-র সংশোধিত নম্বর তালিকা প্রকাশ করল এনটিএ। নতুন তালিকায় প্রথম স্থানে থাকা পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। 
এই নিয়ে একই পরীক্ষার ফল চারবার প্রকাশ করল এনটিএ। প্রথমবার ফল প্রকাশ করা হয় ৪ জুন। এরপর ৩০ জুন এবং ২০ জুলাই ফল প্রকাশ হয়।
নিট পরীক্ষায় ব্যাপক বেনিয়মে ক্ষোভ ছড়িয়েছে সারা দেশে। সুপ্রিম কোর্ট ফের পরীক্ষার আবেদন খারিজ করলেও বেনিয়ম লুকাতে পারেনি এনটিএ। 
এনটিএ’র ওয়েবসাইট ‘nta.ac.in’ থেকে চূড়ান্ত ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। চূড়ান্ত নম্বর জানা যাবে neet.ntaonline.in ওয়েবসাইটে। 
এনটিএ’র প্রথম স্থানাধিকারী ৬৬ থেকে নেমে এসেছে ১৭-তে।

Comments :0

Login to leave a comment