NEET-UG

অনির্দিষ্টকালের জন্য স্থগিত নিট-ইউজি কাউন্সেলিং

রাজ্য

শনিবার নিট-ইউজির কাউন্সেলিং হওয়ার কথা ছিল। কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে সেই কাউন্সেলিং পিছিয়ে দেওয়া হল। কবে এই কাউন্সেলিং হবে, সেই তারিখও ঘোষণা করা হয়নি এনটিএ-র তরফে। গত ৪ জুন স্নাতক স্তরে সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার ফল প্রকাশের পর পরীক্ষায় দেদার দুর্নীতি, জালিয়াতির নানা তথ্য ফাঁস হয়। তা নিয়ে দেশজুড়ে তোলপাড় হওয়ায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্র। দেদার বেনিয়ম জালিয়াতির নিট পরীক্ষা বাতিল করে পুনরায় নিট পরীক্ষা গ্রহণের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী, অভিভাবক ও কোচিং সংস্থা। গত শুক্রবার সেই মামলার শুনানিতে কেন্দ্র জানিয়ে দেয় পুনরায় পরীক্ষা গ্রহণ সম্ভব নয়। এদিন সরকারের সুরে সুর মিলিয়ে আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-ও জানিয়ে দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য নিট-ইউজির কাউন্সেলিং স্থগিত। পরবর্তি নোটিশ না আসা প্রর্যন্ত কাউন্সেলিং স্থগিতের নির্দেশ।

Comments :0

Login to leave a comment