নবাগত দুই খেলোয়াড়ই ভরসা দিলেন টিম ইন্ডিয়াকে। হর্ষিত রানা এবং নীতিশ কুমার রেড্ডি এই দুজন আজ ডেবিউ ম্যাচে ভালোই খেললেন। রানা মোট ৩৩ রানে একটি উইকেট নিলেন ও নীতিশ রেড্ডি ৫৯ বলে ৪১ রান করেন।
বর্ডার-গাভাসকার ট্রফির ম্যাচের শুরু থেকে ভারতকে পর্যদুস্ত করে অস্ট্রেলিয়ার তিন বোলার। মিচেল স্টার্ক, প্যাট কামিংস, জোস হাজলেউড যথাক্রমে ২,২,৪ টি উইকেট নেন। ১৫০ রানেই গুটিয়ে যায় ভারত। উল্টোদিকে অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলে ভারতের বোলাররা বদলা দিতে শুরু করে। প্রথম ৪০ রানের মধ্যেই ৪ উইকেট পড়ে যায় অস্ট্রেলিয়ার। দিনের শেষে তাঁদের স্কোর ৬৭ রানে ৭ উইকেট। ভারতের থেকে এখনও ৮৩ রানে পিছিয়ে আছে অস্ট্রেলিয়া। ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন জসপ্রীত বুমরা। ডেবিউ করা হর্ষিত রানা একটি উইকেট নেন ৩৩রান দিয়ে এবং মহম্মদ সিরাজ ২টি উইকেট নেন ১৭ রান দিয়ে।
বুমরার করা একটি বলে বিরাট কোহলি ঋষভ পন্থকে ডিআরএস নিতে বলে। সেই ডিআরএস থেকে আউট দেন তৃতীয় আম্পায়ার। এখান থেকেই খেলা ঘুরতে থাকে ভারতের পক্ষে।
border gavaskar trophy
পার্থে ভরসা দিলেন নবাগত রানা, রেড্ডি
×
Comments :0