আর মাত্র কয়েকদিন পরেই পাকিস্তানে শুরু হয়ে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তবে ভারতীয় দল তাদের সব কটি ম্যাচই খেলবে সংযুক্ত আরব আমিরশাহির দুবাই শহরে। ২০তারিখ তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। ১৯ তারিখ উদ্বোধনী ম্যাচে নামবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ম্যাচটি হবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে। পাকিস্তানে যে ম্যাচ খেলতে যাবেনা ভারত সেই কথাটি আগেই তারা জানিয়েছিল আইসিসিকে। পিসিবি ( পাকিস্তান ক্রিকেট বোর্ড ) চেষ্টা চালিয়ে যাচ্ছিলো যাতে ভারত তাদের দেশে আসে খেলতে। আগামী ২৩তারিখ ভারত -পাক ম্যাচটি তারা অনুষ্ঠিত করতে চেয়েছিল লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু এখন সেটি খেলা হবে দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে পাকিস্তান। সোমবার একটি ছবিতে স্টেডিয়ামের উপরে সমস্ত দেশের জাতীয় পতাকা থাকলেও ছিলনা ভারতের পতাকা। পাকিস্তানে না খেলতে যাওয়ায় এটি সেই রাগেরই বহিঃপ্রকাশ কিনা সেবিষয়ে কিছু জানা যায়নি।
ICC Champions Trophy 2025
চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে , ভারত সব খেলবে দুবাইয়ে

×
Comments :0