MODI OATH CONGRESS

মোদীর শপথে আমন্ত্রণ পায়নি কংগ্রেস, যোগদানের সিদ্ধান্ত ‘ইন্ডিয়া’-য়

জাতীয়

আমন্ত্রণ মেলেনি, জানালেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ।

শপথ অনুষ্ঠানের আমন্ত্রণ এখনও পায়নি কংগ্রেস। শনিবার সংবাদমাধ্যমের প্রশ্নে এ কথা জানিয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তবে তিনি জানান যে আমন্ত্রণ পেলেও যাওয়া হবে কিনা ঠিক হবে ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকে। 
শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক হয়েছে দিল্লিতে। রাহুল গান্ধীকে বিরোধী দলনেতার ভার সামলানোর জন্য সম্মিলিত অনুরোধ জানিয়েছে ওয়ার্কিং কমিটি। রাহুল গান্ধী এবার লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন কেরালার ওয়েনাড় এবং উত্তর প্রদেশের রায়বেরিলি, দুই কেন্দ্র থেকেই। দুই কেন্দ্রেই জয়ী হয়েছেন তিনি। এবার একটি কেন্দ্র তাঁকে ছাড়তে হবে। কোন কেন্দ্র রাহুল ছাড়বেন, কয়েকদিনের মধ্যে ঠিক হবে বলে জানাচ্ছেন কংগ্রেস নেতারা। 
এদিন ওয়ার্কিং কমিটির বৈঠকের পর জাতীয় কংগ্রেসের সংগঠনের দায়িত্বে থাকা সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল। এক প্রশ্নে তিনি জানান, নরেন্দ্র মোদীর শপথে হাজির থাকার সিদ্ধান্ত নেওয়া হবে ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠকে। 
এর মধ্যেই রমেশের মন্তব্য, ‘‘বাইরের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হচ্ছে শপথ অনুষ্ঠানে। কিন্তু দেশে বিরোধী নেতাদের কাছে আমন্ত্রণ পৌঁছায়নি।’’
রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মুইজ্জু, রাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকুমার দহল ‘প্রচণ্ড’, ভুটানের প্রধানমন্ত্রী শেরিঙ তোবগেকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।
এবারের নির্বাচনে ‘মোদী কী গ্যারান্টি’ প্রচারে রেখেছিল বিজেপি। কিন্তু ষাটের বেশি আসন কমেছে দলের। লোকসভায় নির্ণায়ক সংখ্যাগরিষ্ঠতা এবার আর নেই। লোকসভা ভোটের ফলাফলকে এদিনও কংগ্রেস ‘মোদীর নৈতিক পরাজয়’ আখ্যা দিয়েছে।

Comments :0

Login to leave a comment