অবশেষে প্রতীক্ষার অবসান হলো । অলিম্পিকে পুরুষদের টেনিসে বিশ্বের দুই নম্বর স্পেনের খেলোয়াড় আলকারেজকে হারিয়ে সোনার মেডেল জিতলেন এক নম্বর টেনিস খেলোয়াড় নোভাক জাকোভিচ।
সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন জয়ী আলকারেজের বিরূদ্ধেই সেরা পারফরমেন্স করলেন জোকোভিচ। ৭ - ৬ ( ৭ - ৩ ) এবং ৭ - ৬ ( ৭ - ২ ) সেটে এই স্প্যানিশকে হারালেন সার্বিয়ান জোকোভিচ। এর সাথে সাথেই বিশ্বের পঞ্চম খেলোয়াড় হিসেবে জিতলেন অলিম্পিকের গোল্ড মেডেল । তার আগে রাফায়েল নাদাল , সেরেনা উইলিয়ামস, আন্দ্রে আগাসি ও স্টেফি গ্রাফের ছিল এই কৃতিত্ব।
২০০৮ এর বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জোকোভিচ তারপর প্রায় ১৬ বছরের মধ্যে আরো ৩ টি অলিম্পিক খেলেও কোনো পদক জিততে পারেননি । ১৬ বছর পর এল এই মাহেন্দ্রক্ষণ।
Comments :0