প্যারালিম্পিকের সাফল্যে আরো এক পালক যুক্ত করলেন সচিন সার্জেরাও খিলাড়ি। পুরুষদের শটপাট ‘এফ ৪৬’ ইভেন্টে জিতলেন রুপোর পদক। ১৬.৩২ মিটার দূরত্বে ছুঁড়ে একটি এশিয়ান রেকর্ড গড়লেন সচিন।
এর আগে ৩৪ বছরের শচীন জাপানের বিশ্ব প্যারা অ্যাথলিট চ্যাম্পিয়নশিপে ১৬.৩০ মিটারের একটি রেকর্ড গড়েছিলেন। প্যারিসে নিজের গড়া রেকর্ড তিনি নিজেই ভাঙলেন। টোকিওর মতোই প্যারিসেও সোনা নিজের দখলেই রাখলেন কানাডার গ্রেগ স্টুয়ার্ট (১৬.৩৮ মিটার)। গত বছর চিনে এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতেছিলেন সচিন।
বুধবার আরো বেশ কয়েকটি ইভেন্টে নামতে চলেছে ভারত।
মহিলাদের ৪৫ কেজির প্যারা পাওয়ার লিফটিংয়ে নামবেন সাকিমা খাতুন ( রাত ৮ : ৩০ ) ।
ধরমবীর, প্রণব সুরমা ও অমিত কুমার নামবেন পুরুষের ক্লাব থ্রো F51 ফাইনালে ( রাত ১০ : ৫০ ) ।
মহিলাদের ১০০ মিটার T12 প্রথম রাউন্ডে নামবেন প্যারা অ্যাথলিট সিমরান ( রাত ১১ : ০৩ ) ।
দীপ্তির আলোয় প্যারা অলিম্পিকে উজ্জ্বল ভারত
মঙ্গলবার, প্যারা অলিম্পিকের ষষ্ঠ দিনে, ৫টি পদক জয় করে ভারত।
মহিলাদের ৪০০ মিটারের রেসে ব্রোঞ্জ জিতলেন দীপ্তি জিভানজি। বছর একুশের দীপ্তি সময় নেন ৫৫.৮২ সেকেন্ড। শরদ কুমার ও মারিয়াপ্পান পুরুষদের হাই জাম্পে জেতেন রূপো ও ব্রোঞ্জ।
এছাড়াও , পুরুষদের জ্যাভলিন থ্রোয়ে রূপো ও ব্রোঞ্জ জিতলেন অজিত সিং গুর্জর ও সুন্দর সিং গুর্জর। মঙ্গলবারের পর প্যারা অলিম্পিকে ভারতের পদক বেড়ে দাঁড়ালো ২০ ।
PARALYMPICS: Sachin Sarjerao Khilari
প্যারালিম্পিক: শটপাটে রুপো জয় সচিনের, ভারতের পদক বেড়ে ২১
×
Comments :0