কবিতা
একটি বালক
চঞ্চল ভট্টাচার্য
নতুনপাতা
খুদেরা সব আঁকায় ব্যস্ত
একটি বালক বোতল কুড়ায়
তবেই জুটবে দুমুঠো ভাত
ঘরের লোকের প্রানটা জুড়ায়।
পিঠের বস্তা বেজায় ভারী
দ্বিগুন সেটা চেহারা থেকে
বোঝার ভারে এই বয়সেই
শরীরটা তার গেছে বেঁকে।
ঢলঢলে এক চটি পায়ে
পোশাকটাও ফুটিফাটা
হাড় জিরজির শরীরটা তার
বেরিয়ে পড়ে শীর্ণ গাটা।
শোনরে বালক ভালো করে
আর কতদিন এমন ভাবে
খুদে আঁকবে খুশির ছবি
তোকে বস্তা টানতে হবে।
Comments :0