POETRY \ DUGGATHAKUR — RATHINDRANATH BHOWMIK \ NATUNPATA \ 11 NOVEMBER 2024

কবিতা \ ময়না আর হলুদ পাখির কথা — রবীন্দ্রনাথ ভৌমিক \ নতুনপাতা \ ১১ নভেম্বর ২০২৪

ছোটদের বিভাগ

POETRY  DUGGATHAKUR  RATHINDRANATH BHOWMIK  NATUNPATA  11 NOVEMBER 2024

কবিতা

ময়না আর হলুদ পাখির কথা

রবীন্দ্রনাথ ভৌমিক

নতুনপাতা


এক সে কালো পাখি 
সুরে সুরে ই ডাকি 
বসলো চাঁপা ডালে 
হলুদ ফুলে ফুলে 
খানিক দুলে দুলে 
গাইলো তালে তালে।

একটি হলুদ পাখি 
চাঁপার পরাগ মাখি 
পিটি পিটি চায় 
ময়না তাকে দেখে
মিষ্টি সুরে ডেকে 
বললো বন্ধু আয়।

বললো হলুদ গুঁড়ি 
আমি ফুলের কুঁড়ি 
হলুদ বরণ রঙ্ তুইতো ভীষণ 
কালো লাগেনা রে ভালো
দেখাস না তুই ঢঙ।

ময়না বলে ডেকে সুরের 
সোহাগ মেখে শোনরে 
হলুদ পাখি হলেও আমি কালো 
গানটা তো গাই ভালো 
সুরে ভরিয়ে রাখি।

রূপটা আছে তোর 
চক্ষে লাগাস ঘোর 
ক'জন তোকে বোঝে 
আমি ময়না পাখি গানের 
সুরেই ডাকি তাইতো সবাই খোঁজে।

Comments :0

Login to leave a comment