PROBANDHA — BASAB BASAK / NATUNPATA - 2 AUGHST

প্রবন্ধ — আইনের আড়ালে অন্য অভিসন্ধি? / মুক্তধারা

সাহিত্যের পাতা

PROBANDHA  BASAB BASAK  NATUNPATA - 2 AUGHST

প্রবন্ধ

আইনের আড়ালে অন্য অভিসন্ধি?

বাসব বসাক


আমাদের দেশেও যাবতীয় দূষণের দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রান্তিক ব্যবহারকারীর
ওপর। ভারত সরকার ২০১৬-র আইন বদলে প্রণয়ন করেছে প্ল্যাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিধি,
২০২১; যার বলে ব্যবহারযোগ্য প্ল্যাস্টিকের বেধ ৫০ মাইক্রোন থেকে বাড়িয়ে করা হয়েছে ১২০
মাইক্রোন এবং এই নতুন বিধির আওতায় শহরাঞ্চলের পাশাপাশি আনা হয়েছে গ্রামীণ ভারতকেও।
কিন্তু এই নতুন আইনে যত দোষ নন্দ ঘোষের মতো সমস্ত দায় চাপানোর চেষ্টা হয়েছে অন্তিম
ব্যবহারকারীর ওপরেই। রাস্তার হকারদের ওপর চাপানো হয়েছে মাসিক ৪ হাজার টাকার বর্জ্য
ব্যবস্থাপনা ফি; যা শুধু অন্যায়ই নয়, অবাস্তবও বটে। ‘সারা ভারত প্ল্যাস্টিক উৎপাদক
অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী হরেন সাঙ্ঘভি যথার্থই দাবি করেছেন উৎপাদকের বর্ধিত
দায়িত্ব পলিমার উৎপাদকারী ছোট ছোট শিল্পইউনিটগুলির ওপর না চাপিয়ে, চাপানো উচিত
বহুজাতিক ব্রান্ড মালিকদের ওপরেই। তা না হলে পলিমার প্রস্তুতকারী ক্ষুদ্র শিল্প একদিন
উঠে যাবে এবং বাজারের একচ্ছত্র দখল নেবে বহুজাতিক কোম্পানিগু‍লি। বর্তমানে ভারতে ৪৯৫৩
টি নথীবদ্ধ ও ৮২৩ টি অনথিবদ্ধ ছোট ও মাঝারি পলিমার কারখানা আছে। কে বলতে পারে, এই
নয়া বিধির আড়া‍‌লে ভারত সরকারের গোপন এজেন্ডা হয়তো এদেশে সম্ভাবনাময় পলিমার
বাজারের পথ বহুজাতিকদের জন্য সুগম করে দেওয়া!

Comments :0

Login to leave a comment