NOMINATION LEFT FRONT

গড়ে তোলো মানুষের পঞ্চায়েত, মনোনয়ন জমার মিছিলে স্লোগান বামফ্রন্টের

জেলা

NOMINATION LEFT FRONT পশ্চিম বর্ধমান জেলা পরিষদে মনোনয়ন জমা দিতে বামফ্রন্টের মিছিল দুর্গাপুরে।

হুমকি হামলা প্রতিরোধ করে রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়ন জমা দিচ্ছেন বামপন্থীরা। জেলায় জেলায় ঘোষণা করা হয়েছে প্রার্থী তালিকা।

বুধবার মিছিল করে দুর্গাপুরে মনোনয়ন জমা দিলেন বামপন্থীরা প্রার্থীরা। জলপাইগুড়িতে জেলা পরিষদের প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। 

দুর্গাপুরে পশ্চিম বর্ধমান বামফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, পঞ্চায়েতে ঘুঘুর বাসা ভাঙবেই বামপন্থীরা। লুটেরাদের হাত থেকে মানুষের কাছে ফেরাতেই হবে পঞ্চায়েতকে। বামফ্রন্ট সরকার মানুষের হাতে ক্ষমতার স্বীকৃতি দিয়েছিল। সেই পঞ্চায়েত ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে। 

বামফ্রন্ট নেতৃবৃন্দ বলেছেন, তৃণমূল ভোট লুট করতে চাইলে মানুষই প্রতিরোধ গড়ে তুলছেন। নির্বাচনের দিন ঘোষণার দাবিতেও লড়াই চালিয়েছে বামফ্রন্ট। জেলা স্তরে প্রশাসনিক দপ্তরে গিয়ে স্লোগান তুলেছে, ‘চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জ নাও, পঞ্চায়েতের তারিখ দাও’। সংবিধান অনুযায়ী নির্বাচন ঘোষণা করতে বাধ্য কমিশন। ঘোষণা হয়েছে নির্বাচন। কিন্তু এমনভাবে সূচি তৈরি হয়েছে যাতে বিরোদীরা মনোনয়ন জমা দিতে না পারে। তৃণমূলের সেই মতলব যদিও কাজে আসেনি। বামপন্থীরা তৈরি ছিলেন। মনোনয়নও জমা হচ্ছে।

দুর্গাপুরে পশ্চিম বর্ধমানের জেলা পরিষদে প্রার্থীপদের মনোনয়ন জমা হয়েছে মানুষের পঞ্চায়েত গড়ার লক্ষ্য জানিয়ে। 

Comments :0

Login to leave a comment