সিউড়িতে থাকা বীরভূম জেলা স্কুলে অভিভাবক বিক্ষোভ। সোমবার সাতসকালেই এই বিক্ষোভের সাক্ষী ১৭০ বছরের পুরোনো এই সরকারি স্কুল। স্কুলের পোশাকের রঙই এই বিক্ষোভের উৎস। সারা রাজ্যের মত এই স্কুলেরও প্রাথমিক বিভাগে নীল সাদা পোশাক পড়ুয়াদের হাতে তুলে দিতে উদ্যোগীক হয়েছে স্কুল কর্তৃপক্ষ।
কিন্তু বাধ সেঁধেছে অভিভাভাবকদেত আপত্তি। ঐতিহ্যবাহী স্কুলের চিরাচরির রীতিকে লঙ্ঘন করে স্কুল পোশাকের রঙে পরিবর্তন মানতে রাজি নন। অভিভাবকরা জানিয়েছেন, এই স্কুলে গত ১৭০ বছর ধরে কালো প্যান্ট সাদা জামাই স্কুল ড্রেস হিসাবে পরিচিত। এটা আবেগ। হঠাৎ তার পরিবর্তন মেনে নেওয়া যায় না। এই কারণে আপত্তি ও প্রতিবাদ করে অভিভাবককরা পোশাক প্রত্যাখ্যান করেছেন। স্কুলের সভাপতি জেলাশাসকের কাছে এই মর্মে স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নিচ্ছেন।
Comments :0