Poetry — ASTAPADA MALIK / NATUNPATA - 25 December

কবিতা — উৎসব ও শিশু / নতুনপাতা

ছোটদের বিভাগ

Poetry  ASTAPADA MALIK  NATUNPATA - 25 December

নতুনপাতা

কবিতা

উৎসব ও শিশু
অষ্টপদ মালিক

বড়দিন বড় মজা
বড় উৎসব
বড়দিন বড়দিন 
করি কলরব ।

চোখে চোখে ভেসে ওঠে
মেরির কোলে যীশু
বড় যারা বলে তারা
ভালোবাসি শিশু ।

শিশু সব ভগবান
মুখে মুখে বলি
পড়লে শিশু বিপদ বাধায়
পাশ কাটিয়ে চলি ।

বিশ্বজুড়ে নিঃস্ব শিশু
চোখে আসে জল
যুদ্ধে শিশুর প্রাণ যায়
প্রতি পলে পল ।

Comments :0

Login to leave a comment