Manipur President's Rule

অনাস্থায় হারের ভয় বিজেপি’র, মণিপুরে জারি রাষ্ট্রপতির শাসন

জাতীয়

বীরেন সিংয়ের বিকল্প বাছতে পারল না বিজেপি। অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার সাহসও দেখাতে পারেননি অমিত শাহ-নরেন্দ্র মোদী। মণিপুরে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি শাসনই জারি হলো। 
ভয়াবহ গোষ্ঠী সংঘর্ষের জেরে বিজেপি-ই দু’টুকরো হয়ে গিয়েছে মণিপুরে। মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের বিরুদ্ধে বারবার মেইতেই এবং কুকি-জো গোষ্ঠীর মধ্যে সংঘাত তৈরি করার অভিযোগও উঠেছে। বারবার তাঁকে আড়াল করা হলেও গত সপ্তাহে মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন এন বীরেন সিং। কিন্তু তাতেও রাজ্যে জটিলতা নিরসনের পরিস্থিতি তৈরি হয়নি।
সংবিধানের ১৭৪(১) ধারা অনুযায়ী শেষ অধিবেশনের ছয় মাসের মধ্যে ডাক হয় বিধানসভা। গত বছরের ১২ আগস্টের পর থেকে মণিপুরে বিধানসভা বসাতে পারেনি বিজেপি। বুধবারের মধ্যেই বিধানসভা ডাকতে হতো, তা-ও হয়নি।  গত সোমবার থেকে বাজেট অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও রাজ্যপাল তা স্থগিত রাখার ঘোষণা করেন। 
কংগ্রেসের বক্তব্য, বিধানসভা শুরু হলেই বিজেপি-কে অনস্থার মুখে পড়তে হতো। তা থেকে বাঁচতেই বীরেন সিং-কে সরাতে হয়েছিল বিজেপি-কে। এরপর দলের মধ্যেই বিকল্প নিয়ে সহমত তৈরি করতে পারেনি বিজেপি। ফলে রাষ্ট্রপতির শাসন জারি করতে হলো। মণিপুরের মানুষকে নয়, পুরোটাই বিজেপি নিজেকে বাঁচাতে করেছে।

Comments :0

Login to leave a comment