Probandha — ASHOK ADHIKARY / MUKTADHARA

প্রবন্ধ — জি-২০র বাস্তবতা ও জলবায়ু সংবাদ / মুক্তধারা

সাহিত্যের পাতা

Probandha    ASHOK ADHIKARY   MUKTADHARA

প্রবন্ধ

জি-২০র বাস্তবতাজলবায়ু সংবাদ
অশোক অধিকারী 


ভেনেজুয়েলায় সাক্ষরতা আন্দোলন বাস্তবের মাটি ছোঁয়ার প্রাক্ মুহূর্তে একটি স্লোগান বিশ্বকে  নাড়া দিয়েছিল-‘ইয়ে সি পুয়েদো’অর্থাৎ ‘আমরাও পারি।’ রাজধানী শহর দিল্লিতে সদ্য শেষ হওয়া জি-২০ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী তাঁর দেখনদারি ভঙ্গীতে অতটা বেড়ে না বললেও নিজের ঢাঁক পেটাতে কসুর করেননি।যদিও এই ঢাঁকের বাঁয়া যারা তৈরি করেন তাদের বাসস্থানকে ফিনিক্স কাপড়ে মুড়ে দারিদ্র্যকে আড়াল করে দেওয়া হয়েছে।ভারতের পক্ষেই এটা করা সম্ভব।বিশ্ব নেতাদের চোখে যাতে নেড়িকুত্তা বা বাঁদরের ছোটা ছুটি চোখে না পড়ে তাই তাদেরও মাসখানেক ধরে বন্দীশিবিরে পাঠিয়েছিল দেশের সরকার। তাই ‘দ্য গার্ডিয়ান’ যখন লেখে,ভারতের প্রধানমন্ত্রী আসলে ডোনাল ট্রাম্প,ফ্রান্সের লি পেন কিংবা হাঙ্গেরির ভিক্টর আরবানের মতাদর্শকেই বেছে নিয়েছে তখন ঠিকই তো ‘আমরাই পারি।’ গরিব ও গরিবীর এই আপাত পার্থক্যে উজ্জ্বল ও অনুজ্জ্বলের ভারতে ক্ষুধাসূচকের যা হাল তাতে জি-২০ সম্মেলন সামনের নির্বাচনে কতোটা কুলোর বাতাস দেবে তা দেখার।মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে শহরের বিলাস বহুল হোটেল আইটিসি মৌর্যতে রাখলেও মণিপুরের মা'কে তো আটকানো যাচ্ছে না।মোদীর ছবির দিকে তাক করা ডান পায়ের জুতো দেখিয়ে দিচ্ছে আসলে,‘এ যজ্ঞ যজ্ঞই নয়।’


   পরিবেশ আন্দোলনের মুখ গ্রেটা থুনবার্গ মাথায় থাকুন।গ্রেটাই তো ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে লেখা এক পাতা একটি খোলা চিঠিতে জানিয়েছিল,”জলবায়ু সংকট প্রতিরোধে আপনার এখনই উদ্যোগ নেওয়া উচিত।শুধু কথার কথা নয়, শুধু বাগাড়ম্বর নয়।আপনি যদি এই মুহূর্তে ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে মানব ইতিহাসে আগামী দিনে আপনি এক খলনায়ক হিসাবে চিহ্নিত হতে চলেছেন।”থুনবার্গের এই অকাট্য বক্তব্য ‘মন কি বাত’র স্রষ্টা কতখানি মেনে নিয়ে মনে ধারণ করতে পেরেছিলেন তার হদিশ আমরা ভারতবাসী হিসাবে টের পাচ্ছি।জি-২০র পরিবেশ সংক্রান্ত আলোচনায় মোদী যখন বলেন,….‘ধরিত্রী মাতাকে রক্ষা করা এবং যত্ন করা আমাদের মৌলিক কর্তব্য’ অথবা,‘জাতীয় পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনব’ এবং জীববৈচিত্র্যের সুরক্ষা,সংরক্ষণ ও পুনরুদ্ধারে আমরা বদ্ধপরিকর তখন জল থইথই ‘মন্ডপম’-র ফুলে ওঠা জলে মোদীর তথাকথিত‘সবকা সাথ,সবকা বিকাশ’যে হাবুডুবু খাচ্ছে তাতে দ্বিমত কারো নেই। ভারতের ২০২৩-২৪ অর্থ বর্ষের যে বাজেট তাতে পরিবেশ রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় মন্তব্য করেছেন।বাজেটে ‘গ্রিন গোথ’-র ওপর জোর দেওয়া হয়েছে।কার্বন নিঃসরণ কমাতে গ্রিন হাইড্রোজেন মিশনে ১৯,৭০০কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।জোর দেওয়া হয়েছে গ্রিন ফুয়েল,গ্রিন ফার্মিং,গ্রিন বিল্ডিং গ্রিন ইকুইপমেন্টের ওপর।মন্তব্য করা হয়েছে ভারতের অর্থনীতিতে এদের প্রভাব রয়েছে।

পরবর্তী অংশ আগামী বুধবার


 

Comments :0

Login to leave a comment