Baranagar Protest Rally

জঞ্জাল করের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বরানগরে

জেলা

Baranagar Protest Rally


সব ক্ষেত্রে ফি বৃদ্ধি করার পরে বরানগর পৌরসভা চালু করতে চলেছে জঞ্জাল কর। ব্যবসায়ীদের ১০০ টাকা এবং হোল্ডিং পিছু ২০ টাকা করে দিতে হবে এই জঞ্জাল কর। নাগরিকরা বলছেন, বর্ধিত হারে ট্রেড লাইসেন্স ফি এবং সাধারণ মানুষের থেকে বর্ধিত হারে  পৌর কর নেওয়া সত্তেও প্রতি বাড়ি পিছু জঞ্জাল কর চাপানো একটি জনবিরোধী ভূমিকা।
পৌরসভা কর্তৃক জোর করে চাপানো জঞ্জাল কর অবিলম্বে প্রত্যাহার করার দাবিতে ও পৌরসভার নিয়োগ দুর্নীতির প্রতিবাদে বরানগর বাজারের পেট্রোল পাম্পের সামনে রেখে  বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিল সংগঠিত হয় বরানগর বামফ্রন্টের ডাকে। মিছিল শেষ হয় বরানগর বনহুগলীর উত্তরায়ণ সরকারি আবাসনের কাছে।

ছিলেন বরানগর বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য, আরএসপি নেতা মুজিবর রহমান এবং সিপিআই নেতা রবীন্দ্র প্রসাদ, সিপিআই(এম)'র বরাগরের দুটি এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ গাঙ্গুলী এবং বরুন দেব ভট্টাচার্য ও অন্যান্য নেতৃবৃন্দ।

 

Comments :0

Login to leave a comment