ভূলুন্ঠিত টাকীর ঐতিহ্য, কৃষ্টি,সংস্কৃতি। বেহাল পৌর পরিষেবা। চূড়ান্ত প্রশাসনিক অব্যবস্থা। চলছে জুলুমবাজি ও সীমাহীন দুর্নীতি। পৌরসভার বহু মূল্যের ভাসমান রেস্তরাটির ভবিষ্যত কী? পৌরসভার লিজ থাকা সম্পত্তিগুলির বকেয়া টাকা আদায়ে কেন এত অনীহা? এ হেন পরিস্থিতির তীব্র প্রতিবাদ জানিয়ে ১১ দফা দাবিতে এবং একাধিক প্রশ্নের উত্তর চাইতে বৃহস্পতিবার পথে নামলো সিপিআই (এম)। এদিন পার্টির হাসনাবাদ এরিয়া কমিটির আহ্বানে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা রাজু আহমেদ, কলতান দাশগুপ্ত, এসএফআই নেতা মৈনাক মুখার্জি, যুবনেতা অরিন্দম দালাল ও কৃষক নেতা সুবিদ আলি গাজি। সভাপতিত্ব করেন পার্টির এরিয়া কমিটির সম্পাদক নেছার উদ্দিন গাজি। সভায় নেতৃবৃন্দ টাকী পৌরসভার দুষ্কৃতীরাজ, লুম্ফেনরাজের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, মানুষকে সংগঠিত করে গণতান্ত্রিক উপায়ে এই শয়তানের রাজত্ব খতম করতে হবে।
রাজ্যজুড়ে লুট চলছে। সর্বস্তরে দুর্নীতি চলছে। এই অভিযোগ এনে কটাক্ষের সুরে নেতৃবৃন্দ বলেন, তদন্তের নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি ছেলেখেলা করছে। যাবতীয় দুর্নীতি মাটির তলায় চাপা দিতে চাইছে। বিচারপতিরাও পর্যন্ত উষ্মা প্রকাশ করতে বাধ্য হচ্ছেন। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের মুখে। ঘোর সঙ্কটে পরবর্তী প্রজন্ম। রাজ্যে বিধায়ক, মন্ত্রীদের মাইনে বাড়ে। কিন্তু আইসিডিএস কেন্দ্রের একরত্তিদের পাতে রোজ ডিম পড়ে না। সরকারি কর্মচারীদের ডিএ জোটে না। উল্টে মিড ডে মিলের টাকা লুট হয়। রাজ্যে দয়া ভিক্ষার রাজনীতি চলছে। ১০০দিনের কাজের টাকা বন্ধ। কী করছে পৌরসভাগুলি? এই পরিস্থিতির বদল আনতে হবে। পৌরসভাগুলির হৃত গৌরব ফিরিয়ে আনতে এই লড়াই জারি রাখার আহ্বান জানান নেতৃবৃন্দ। সভা চলাকালীন টাকী পৌরসভার প্রাক্তন বিরোধী দলনেতা সুব্রত মুখার্জি, দেবীরঞ্জন সাঁতরার নেতৃত্বে ৫ জনের প্রতিনিধিদল ১১ দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে যান পৌরপ্রধান সোমনাথ মুখার্জির কাছে। দাবিগুলি সত্ত্বর নিরসনের দাবি রেখে দীর্ঘ আলোচনার পর সভা মঞ্চ থেকে আলোচনার নির্যাস ব্যাখ্যা করেন পার্টি নেতা গৌতম মণ্ডল। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য দাবিগুলি হলো, পৌরাঞ্চলের সমস্ত রাস্তাঘাট, ড্রেস ও নদীবাঁধ সংস্কার করতে হবে। অসমাপ্ত গৃহ নির্মাণের টাকা দ্রুত গ্রাহকদের দিতে হবে। পৌরসভার সরকারি ও বেসরকারি গেস্টহাউসগুলিতে অসামাজিক কাজকর্ম বন্ধ করতে হবে। বিনা টেন্ডারে দলীয় লোকদের পাইয়ে দেওয়া পৌরসভার সম্পত্তিগুলির লিজ বাতিল করতে হবে ইত্যাদি।
Comments :0