রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কামারহাটির ইএসআই হাসপাতালে। গত রবিবার গ্রিন প্যাকেজিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের টিমস কারখানা কর্মী সাতচল্লিশ বছরের বিশ্বজিৎ মজুমদার ভর্তি হন এই হাসপাতালে। বৃহস্পতিবার মারা যান তিনি। সেই খবর পৌঁছাতে উত্তেজনা ছড়ায়।
গত রবিবার পায়ে পেরেক ফোটায় এই কর্মীকে ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের লোকজন জানিয়েছেন যে এদিন দুপুর বারোটার সময়ও তাঁর সঙ্গে কথা হয়েছে। সহকর্মীরাও হাসপাতালে এসে তাঁর সঙ্গে কথা বলেন। কিন্তু দুপুরে ১টা নাগাদ খবর যায় যে বিশ্বজিৎ মজুমদার মারা গিয়েছেন।
এই খবর পৌঁছাতেই কারখানার কর্মীরা এবং তাঁর পাড়া এবং আত্মীয়রা ইএসআই হাসপাতালে এসে বিক্ষোভে ফেটে পড়েন। কামারহাটি ইএসআই হাসপাতালের সুপারকে বদলানোর দাবি ওঠে।
সংবাদমাধ্যমের তরফে সুপার অনন্ত ব্যানার্জির সঙ্গে দেখা করতে যাওয়া হয়। তিনি কথা বলতে অস্বীকার করেন।
KAMARHATI HOSPITAL
রোগীর মৃত্যুতে উত্তেজনা কামারহাটির ইএসআই হাসপাতালে
×
Comments :0