সোমবার মহিলাদের এশিয়া কাপে নতুন রেকর্ড গড়লেন শ্রীলঙ্কার চামারি জয়াঙ্গানি আটাপট্টু। সোমবার মহিলাদের এশিয়া কাপে মুখোমুখি হয়েছিল আয়োজক শ্রীলঙ্কা ও মালয়েশিয়া। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৮৪ রান করে শ্রীলঙ্কা।
ওপেনিংয়ে ব্যাট করতে নেমে অপরাজিত থেকে ৬৯ বলে ১১৯ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। এই ইনিংসে তিনি ৭টি ছক্কা ও ১৪ টি চার মেরেছিলেন। প্রথমবার মহিলাদের এশিয়া কাপে কেউ শতরান করলেন।
ভারতের প্রাক্তনী মিতালী রাজ ২০১৮ সালে এশিয়া কাপে এই মালয়েশিয়ার বিরুদ্ধেই করেছিলেন ৯৮ রান। এইবার এই রেকর্ডও ভেঙে দিলেন আটাপট্টু।
এই তালিকায় রয়েছেন শ্রীলঙ্কার সমরবিক্রমা। ২০২২ এ থাইল্যান্ডের বিরূদ্ধে করেছিলেন ৮১ রান । এছাড়াও, রয়েছেন জেমেইমা রদ্রিগেজ। যিনি ২০২২ এশিয়া কাপেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ৭৬ ও সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে করেছিলেন ৭৫ রান ।
Comments :0