Maldaha Medical Protest

ওষুধ-স্যালাইন, সুরক্ষার দাবিতে বিক্ষোভ রাজ্যে, মালদহ মেডিক্যালেও

রাজ্য জেলা

বৃহস্পতিবার মালদহ মেডিক্যাল কলেজে বিক্ষোভ।

এসএফআই  ডিওয়াইএফআই, গণতান্ত্রিক মহিলা সমিতি ও পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির ডাকে মালদহ মেডিক্যাল কলেজের সামনেও চলছে বিক্ষোভ। স্বাস্থ্য পরিষেবা এবং হাসপাতালে সুরক্ষার দাবিতে চলছে বিক্ষোভ।
বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে চলছে বিক্ষোভ। জাল স্যালাইন এবং ওষুধের কারবার বন্ধ করার দাবিতে সোচ্চার রয়েছেন ছাত্র, যুব, মহিলা এবং বস্তি উন্নয়ন আন্দোলনের নেতৃবৃন্দ।
মালদহে মেডিক্যাল কলেজেও সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, অব্যবস্থা, জাল ওষুধ, বিষাক্ত স্যালাইন ব্যবহারের বিরুদ্ধে, হাসপাতালে ডাক্তার, নার্স, স্বাস্থ্য কর্মী ও রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে ওঠে। 
স্বাস্থ্য দপ্তরের অসংখ্য শূন্যপদে দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগেরও দাবি ওঠে। মালদহে এই কর্মসূচি পালিত হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে।
জাল স্যালাইন ঘিরে বিক্ষোভে রাজ্য সরকার সংশ্লিষ্ট সংস্থা পশ্চিম বঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। কিন্তু প্রসূতি মৃত্যুর ঘটনা ঘিরে মেদিনীপুর মেডিক্যাল কলেজের চিকিৎসকদের জেরা করা হচ্ছে কলকাতার ভবানী ভবনে ডেকে।
প্রতিবাদের জেরে স্যালাইন বিভিন্ন হাসপাতালে বন্ধ করা হয়েছে বিকল্প ব্যবস্থা না করেই। তার জেরে সমস্যায় পড়ছেন রোগীরা। এদিন এনআরএস হাসপাতালের সামনে বিক্ষোভে বিকল্প ওষুধের ব্যবস্থা করার দাবিও ওঠে। 
হাসপাতাল কর্তৃপক্ষকে স্মারকলিপি দেওয়া হয় মালদহ মেডিক্যালে। প্রতিনিধিদলে ছিলেন ডেপুটেশন প্রতিনিধি 
অরূপ পোদ্দার, প্রতিবান ঘোষ, কৌশিক মৈত্র, চিরঞ্জিত মন্ডল, অমিত সিং, জ্যোতিন্ময় চক্রবর্তী, রুনু কুন্ডু, শেফালী খাতুন। বিক্ষোভসভায় বক্তব্য রাখেন অরূপ পোদ্দার, কৌশিক মৈত্র, অমিত সিং, রিনা সোম, শেফালী খাতুন, লিলি বিশ্বাস, মধুরিমা প্রমুখ।

Comments :0

Login to leave a comment