Protest Rally in North Bengal

বিচার চেয়ে উত্তরবঙ্গে প্রতিবাদ মিছিল

রাজ্য জেলা

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বর্বরতার ঘটনার প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে, লাগাতার নারী নির্যাতনের জন্য দায়ি স্বাস্থ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে শিলিগুড়ি সহ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হয়েছে। 

প্রতিকূল আবহাওয়াকে উপেক্ষা করেই দার্জিলিঙ জেলা বামফ্রন্টের পক্ষে মঙ্গলবার বিকেলে শিলিগুড়ি বাঘাযতীন পার্কের সামনে থেকে বিরাট প্রতিবাদ মিছিল বের। মিছিলটি কোর্ট মোড়, হাসপাতাল মোড়, হাসমিক চক হয়ে শহরের রাজপথ হিলকার্ট রোডের দখল নেয়। মিছিল হিলকার্ট রোড ধরে এগিয়ে গিয়ে সেবক মোড় হয়ে এয়ারভিউ মোড়ে এসে শেষ হয়। মিছিলের শুরুতেই ‘পুলিশ মন্ত্রী গদি ছাড়ো’ প্ল্যাকার্ড হাতে মহিলারা হেঁটেছেন। মিছিল থেকে আওয়াজ উঠেছে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকান্ডের ঘটনায় দোষীদের আড়াল করার চক্রান্ত বন্ধ করতে হবে। মহিলাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করার পাশাপাশি মহিলা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার ছিলো মিছিল। মিছিলে ছিলেন সিপিআই(এম) পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য জীবেশ সরকার, জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক, সি পি আই'র অনিমেষ ব্যানার্জি, আর এস পি'র তাপস গোস্বামী, বিকাশ সেন রায়, অশোক ভট্টাচার্য, নুরুল ইসলাম, দিলীপ সিং, জয় চক্রবর্তী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র, যুব, মহিলা নেতৃত্ব সহ সর্বস্তরের অসংখ্য মানুষ এদিনের মিছিলে পা মিলিয়েছেন। আরজি কর কান্ডের নির্যাতিতার বিচার চেয়ে আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে মিছিল থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিন ধূপগুড়ি কলেজপাড়ার গনেশ মোড় এলাকা থেকে ধূপগুড়ি এরিয়া কমিটির ডাকে বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। প্রায় ৪ চার কিমি পথ পরিক্রমা করে মিছিল। শহরের বিভিন্ন পথ ঘুরে ফালাকাটা রোড বাসস্ট্যান্ডে পথ সভায় বক্তব্য রাখেন এরিয়া সম্পাদক জয়ন্ত মজুমদার, জেলা কমিটির দস্য নূর আলম, মমতা রায়, মুকুলেশ রায় সরকার প্রমুখ। অন্যদিকে সোমবার রাত জেগে ধূপগুড়ি হাইস্কুলের প্রাক্তনীরা রাজপথ জুড়ে প্রতিবাদের স্লোগান লিখে ভরিয়ে তোলে। মঙ্গলবার সন্ধ্যায় প্রাক্তনীদের বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআই(এম) ধূপগুড়ি দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির পক্ষে স্টেশন শালবাড়ি এলাকায় মিছিল হয়েছে। নেতৃত্ব দেন এরিয়া কমিটির সম্পাদক রাজকুমার রায়, প্রানগোপাল ভাওয়াল নেতৃত্ব দেন।

 

এদিন বামফ্রন্টের ডাকে জলপাইগুড়ি শহরের সমাজ পাড়া মোড় থেকে আর জি করের ঘটনাকে ধিক্কার জানিয়ে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এক বিরাট মিছিল শহর পরিক্রমা করে সমাজ পারা মোড়ে এসে শেষ হয়। 
মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য, ফরওয়ার্ড ব্লকের রাজ্য নেতা গোবিন্দ রায়, আর এস পি দলের নেতা পরিতোষ ঘোষ সিপিআই নেতা রাহুল হোড় সহ অন্যান্য বামফ্রন্টের নেতৃবৃন্দ। মিছিলে শ্লোগান ওঠে চটি ধরে  মারো টান রানী হবে খানখান, নাটক ছাড়ো বিচার করো আর জি কর এর মাথা ধরো, গ্রাম শহরের একই স্বর জাস্টিস ফর আর জি কর। মিছিলে কম বয়সী ছাত্র যুব থেকে শুরু করে শহরের কর্মচারী ও গ্রামীন এলাকার মানুষদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Comments :0

Login to leave a comment