PT USHA & SAKSHI MALIK

ন্যায়বিচার পেলে পথে নামতে
হতো না, ঊষাকে বললেন সাক্ষীরা

জাতীয় খেলা

PT USHA  SAKSHI MALIK ছবি টুইটার থেকে।

পথে নেমে প্রতিবাদের জন্য কুস্তিগীরদের সমালোচনা করেছেন পিটি ঊষা। বৃহস্পতিবার ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন সভাপতির মন্তব্যে গভীর খেদ জানালেন প্রতিবাদী কুস্তিগীররা। বজরঙ পুনিয়া, সাক্ষী মালিকরা বলেছেন, আশা করেছিলোম ঊষা পাশে দাঁড়াবেন। হয়তো চাপে পড়ে সমালোচনা করছেন তিনি। 

কুস্তিগীররা মারাত্মক অভিযোগ জানাচ্ছেন ভারতীয় কুস্তি ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। যৌন হেনস্তার অভিযোগ জানিয়েছেন এই বিজেপি সাংসদের বিরুদ্ধে। এর আগে এক দফায় তাঁদের প্রতিবাদের জেরে কমিটি গড়ে কেন্দ্রের বিজেপি সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক। ৬ এপ্রিল কমিটি রিপোর্ট জমা দিলেও তা প্রকাশ করেনি। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়নি। 

সরকারের নিস্পৃহ আচরণের সমালোচনায় ফের দিল্লিতে টানা বিক্ষোভ অবস্থানে দেশের শীর্ষস্তরের ক্রীড়াবিদরা। ঊষা নিজেও দেশের অন্যতম কিংবদন্তী অ্যাথলিট। কিন্তু প্রকাশ্য প্রতিবাদকে তিনি শৃঙ্খলাহীনতার সঙ্গে তুলনা করেছেন। ঊষা বলেছেন, ‘‘খেলোয়াড়রা রাস্তায় নেমে প্রতিবাদ করবে কেন। অন্তত কমিটির রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারতেন তাঁরা। খেলা এবং দেশের পক্ষে ভালো করছেন না। এটা নেতিবাচক মনোভাব।’’ 

দেশের অন্যতম সেরা কুস্তিগীর সাক্ষী মালিক ঊষার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। সাক্ষী বলেছেন, ‘‘পিটি ঊষার মন্তব্যে আমরা ব্যথিত। নিজে একজন মহিলা ক্রীড়াবিদ হওয়া সত্ত্বেও তিনি পাশে দাঁড়ালেন না। আমরা কোন শৃঙ্খলা ভেঙেছি? শান্তিপূর্ণ প্রতিবাদে রয়েছি আমরা। ন্যয়বিচার পেলে আমাদের রাস্তায় নামতে হতো না।’’

বিনীশ ফোগট বলেছেন যে তিনি ঊষাকে একাধিকবার ফোন করেছেন। কিন্তু ফোন ধরেননি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান। 

প্রতিবাদী ক্রীড়াবিদদের ক্ষোভ বেড়েছে ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী অনুরাগ ঠাকুরের মন্তব্যেও। বিজেপি’র এই নেতা সরাসরি টাকার অঙ্ক দেখিয়ে দাবি করেছেন যে সরকার ক্রীড়াবিদদের প্রতি সহানুভূতিশীল। ঠাকুর বলেছেন, ‘‘তিন হাজার খেলোয়াড়কে নরেন্দ্র মোদী সরকার ৫ লক্ষ টাকা করে দিয়েছে তাঁদের প্রশিক্ষণ এবং থাকার খরচ বাবদ। ব্যক্তিগত ব্যয়ের জন্য তাঁদের ১.২০ লক্ষ টাকা করেও দেওয়া হচ্ছে।’’ 

ক্রীড়াবিদদের প্রশ্ন, এই হিসেব দিয়ে কী বোঝানো যায় কেন যৌন হেনস্তায় দায়ী একজনকে কেন একটি ক্রীড়া সংস্থার প্রধান পদে রেখে দেওয়া হচ্ছে! 

Comments :0

Login to leave a comment