QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 11 SEPTEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর : ১১ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  11 SEPTEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা, উত্তর : ১১ সেপ্টেম্বর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১. ভারতের হকিদল কবে কার বিরুদ্ধে সবচেয়ে বেশি গোলে জয়ী?
২. গিনিসবুকে রেকর্ড করা বিশিষ্ট দৌড়বিদ সোফিয়া খান কে।
৩. ভাষাতত্ত্ববিদ বহুভাষাবিদ আচার্য হরিনাথ দে কে।
৪. বিশ্বে ১লা সেপ্টেম্বরের কি?
৫. অভিনেতা হাবিব তানভীর কে।
৬. কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় কে। কতগুলো পুরস্কার পান?

সমাধান

১. ২০১৮ সালে ভারতের হকিদল হংকংকে ২৬-০ সবচেয়ে বেশি গোলে পরাস্ত করে।১৯৩২ সালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে ২৪-১ গোলে এবং সম্প্রতি কাজাখস্তানকে ১৫-০ গোলে হারায়।
২. রাজস্থানের মহিলা দৌড়বীর সোফিয়া খান কাশ্মীর থেকে কন্যাকুমারীকার ২২টি শহর গড়ে দৈনিক ৫০কিঃমিঃ দৌড়ে ৮৭ দিন ২ ঘন্টা ১৭ মিনিটে ৪০৩৫ কিঃমিঃ অতিক্রম করে গিনিসবুকে রেকর্ড করেন।
৩. ১৪ টি ভাষায় স্নাতকোত্তর,৩৪ টি ভাষায় বিশারদ,ইম্পেরিয়াল লাইব্রেরির প্রথম বাঙালি লাইব্রেরিয়ান, ভাষাতাত্ত্বিক অধ্যাপক আচার্য হরিনাথ দে মাত্র ৩৪ বছরে প্রয়াত হন।
৪. ১/৯/১৯৩৯ সালে নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।১৯৮০ সালে ফেডারেশন অফ ট্রেড ইউনিয়নস বিশ্বব্যাপী ১লা সেপ্টেম্বর শান্তি ও নিরস্ত্রীকরণ দিবস পালনের আহ্বান করে।
৫. হিন্দি-উর্দু কবি, নাট্যকার, পরিচালক, নাটক ও চলচ্চিত্রে অভিনেতা হাবিব তানভীর (জন্ম ১/৯/২৩) চরণদাস চোর খ্যাত এডিনবার্গ নাট্য উৎসবে প্রথম ভারতীয় নাটক হিসেবে পুরস্কার জয়ী, সংগীত নাট্য আকাদেমি পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ জয়ী।
৬.প্রাগ্ৰসর ও মানবতার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় (জন্ম ০২/০৯/১৯২০)-এর প্রবঞ্চিত, রানুর জন্য, মানুষের মুখ ,আরেক আরম্ভের জন্য প্রভৃতি বিখ্যাত কাব্যগ্রন্থ। শ্রেষ্ঠ কবিতা গ্ৰন্থের জন্য তিনি ১৯৮২ সালে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পান।

Comments :0

Login to leave a comment