বলতে পারো — অমল কর — নতুনপাতা, উত্তর ২৮ আগস্ট ২০২৫, বর্ষ ৩
জিজ্ঞাসা
১. ইউরোপ তথা রাশিয়ার ককেশাস পর্বতমালার অবস্থিত সর্বোচ্চ মাউন্ট এলব্রুস শৃঙ্গে সম্প্রতি কোন্ ভারতীয় আরোহন করেন?
২. সম্প্রতি মেদিনীপুরের প্রথম কোন্ সাঁতারু ইংলিশ চ্যানেল পার হলেন?
৩. চে গুয়েভারা কোন্ কবিতা লিখে ফিদেল কামাডান্তে কাস্ত্রোকে শ্রদ্ধা জানান?
৪. নাট্যকার অভিনেতা পরিচালক উৎপল দত্ত-র ৫টি সফল নাটকের নাম বলো।
৫. কে ছিলেন আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী?
৬. ভারতে চলমান লাল বালিয়াড়ি মরুভূমি কোথায় অবস্থিত?
সমাধান
১.'সেভেন সামিটে চ্যালেঞ্জ '-এর লক্ষ্যে ভারতের অরুণাচল প্রদেশের পর্বতারোহী কাবাক ইয়ানো ১৬/০৮/২৫ তারিখে ইউরোপ তথা রাশিয়ার ককেশাস পর্বতমালার অবস্থিত১৮,৫১০ সর্বোচ্চ উচ্চতায় নিষ্ক্রিয় স্তরীভূত এক আগ্নেয়গিরির মাউন্ট এলব্রুস শৃঙ্গে আরোহন করেন ।
২. ৩০/০৭/২৫ তারিখে মেদিনীপুরের প্রথম সাঁতারু ১৩ ঘন্টা ৪৫ মিঃ ইংলিশ চ্যানেল পার হলেন আফরিন জাবি।
৩. কিউবা থেকে বিদায় নেবার পর বিপ্লবী ও কবি চে গোয়েভারা কিউবার রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রো সম্বন্ধে ০১/০৪/১৯৬৫ সালে Hasta la Victoria siempre কবিতাটি লিখে কাস্ত্রোকে শ্রদ্ধা জানান।
৪. নাট্যকার অভিনেতা পরিচালক পিএলটি-র প্রতিষ্ঠাতা উৎপল দত্ত-র সেরা ৫টি নাটক দিল্লী চলো,অঙ্গার,ফেরারীফৌজ,কল্লোল ও টিনের তলোয়ার।
৫. আচার্য রামেন্দ্রসুন্দর ত্রিবেদী (জন্ম ২২/০৮/১৮৬৪)ছিলেন জিজ্ঞাসা,শব্দকথা, জগৎকথা, বিচিত্র জগৎ ইত্যাদি বিজ্ঞান লেখক, পদার্থবিদ্যা ও রসায়নের অধ্যাপক ও প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি (১৮৮৮) জয়ী,বঙ্গীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি।
৬. তামিলনাড়ুর তুতিকোরিন ও তিরুনেলভেলি জেলায় ৫০০বর্গ কিঃমিঃ থেরি কাড়ুতে বিস্ময়কর চলমান লাল বালিয়াড়ির মরুভূমি রয়েছে।
Comments :0