QUIZ / NatunPata — AML KAR / 7 December - ANS.

বলতে পারো — অমল কর / নতুনপাতা — সমাধান ৩১ নভেম্বর

ছোটদের বিভাগ

QUIZ  NatunPata  AML KAR  7 December - ANS

নতুনপাতা

বলতে পারো — অমল কর

সমাধান ৩১ নভেম্বর

জিজ্ঞাসা

১) ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে
সর্বোচ্চ রান কোন্ দলের ? কোন্
দলের বিরুদ্ধে?
২) অষ্ট্রেলিয়া মোট কতবার একদিনের বিশ্বকাপ ক্রিকেট জয়ী? কবে কবে?
৩) ইউনেসকোর মাসিক সরকারি
মুখপত্রের নাম কি? কতগুলো ভাষায়
পত্রিকাটি প্রকাশিত হয়?
৪)সত্যজিৎ রায় পরিচালিত উত্তমকুমার অভিনীত "নায়ক"চলচ্চিত্র মোট কতগুলো জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার জয়ী?
৫) আমাদের দেশে সবচেয়ে বেশি বন্দর কোন্ রাজ্যে?
৬) বিশ্বের কোথায় গেলে বৃহত্তম সুইমিংপুল  পাবে?

সমাধান
১) নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ডের 
৪ উইকেটে ৪৯৮ রান ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ রান ।
২) অষ্ট্রেলিয়া মোট ৬ বার একদিনের 
বিশ্বকাপ ক্রিকেট জয়ী।১৯৮৭,১৯৯৯,
২০০৩,২০০৭,২০১৫ ও ২০২৩।
৩)"ইউনেসকো ক্যুরিয়ার" পত্রিকা ইউনেসকোর মাসিক সরকারি মুখপত্র যা ১৩ টি ভাষায় প্রকাশিত হয়।
৪)সত্যজিৎ রায় পরিচালিত উত্তমকুমার অভিনীত "নায়ক"চলচ্চিত্র মোট ৫টি জাতীয় ও ১২ টি আন্তর্জাতিক পুরস্কার পায়। 
৫) ভারতে সবচেয়ে বেশি বন্দর
মহারাষ্ট্রে অবস্থিত ।
৬) বিশ্বের বৃহত্তম সুইমিংপুল চিলিতে
অবস্থিত ।

Comments :0

Login to leave a comment