QUIZZ / NatunPata — AML KAR / 7 DECEMBER - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান - ৭ ডিসেম্বর / নতুনপাতা

ছোটদের বিভাগ

QUIZZ  NatunPata  AML KAR  7 DECEMBER - ANS

নতুনপাতা

বলতে পারো  

অমল কর  

সমাধান - ৭ ডিসেম্বর 

জিজ্ঞাসা

১)একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ ক্রিকেটে ২০২৩ সালের সেরা খেলার ভিত্তিতে আইসিসি বিশ্ব একাদশ  নির্বাচন করেছে খেলোয়াড়দের নাম বলো।
২) বিশ্বকাপ ক্রিকেটে  কোন্ পাঁচজন সেরা ক্রিকেটার সর্বাধিক ৫০ রান করেছেন ?
৩)আধার কার্ডে কতগুলো ডিজিটাল
নম্বর থাকে? 
৪) আমেরিকায় মোট কতগুলো রাজ্য আছে?
৫)পূর্ণবয়স্ক একজন মানুষের শরীরে 
কত লিটার রক্ত থাকে?
৬)ওটিপি(OTP)-র পুরো কথা কি ?

সমাধান 
১) আইসিসির বিশ্ব একাদশ হল
রোহিত শর্মা (অধিনায়ক ),
ডি'কক,  কোহলি , মিচেল , 
কে এল রাহুল,ম্যাক্সওয়েল, জাদেজা ,
বুমরা,মাধুশঙ্কা, জাম্পা,সামি।
২) বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক ৫০
রান করেছেন এমন সেরা পাঁচজন হলেন কোহলি ৯ বার, তেণ্ডলকর ৭বার,
শাকিব হাসান ৭ বার, ওয়ার্নার ৬ বার
ও রোহিত শর্মা ৬ বার। 
৩)আধার কার্ডে ১২টি ডিজিটাল
নম্বর থাকে।
৪) আমেরিকায় মোট ৫০ টি রাজ্য 
(স্টেটস) আছে?
৫)পূর্ণবয়স্ক একজন মানুষের শরীরে 
সাধারণত ৫ থেকে ৬ লিটার রক্ত থাকে।
৬)ওটিপি(OTP)-র পুরো কথা হল
ওয়ান টাইম পাসওয়ার্ড 

(One Time Password )।

 

Comments :0

Login to leave a comment