R G KAR FAMILY

তথ্য থাকলে সামনে আনুন, আর্তি নির্যাতিতার মায়ের

রাজ্য

ঝাড়গ্রামের মাণিকপাড়ায় নাগরিক সমাজের ডাকে মিছিল বিচারের দাবিতে।

কিছু কিছু ভালো মানুষের নীরবতা অপরাধীদের সাহস জোগায়। বিনীত অনুরোধ, কারও কাছে কিছু তথ্য থাকলে সামনে আনুন। 
শিক্ষক দিবসে চিঠিতে এমনই আর্তি জানাচ্ছেন নিহত নির্যাতিতার মা। আর্তি জানিয়েছেন সব মেডিক্যাল শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যভবন কর্তৃপক্ষ, নার্সিং স্টাফ- সকলের কাছে।
আর জি কর হাসপাতালে নির্যাতিত নিহত চিকিৎসকের মা চিঠির বয়ানে বিশেষ আবেদন জানিয়েছেন শিক্ষক দিবসেই। ধন্যবাদ জানিয়েছেন মেয়ের শিক্ষকদের। লিখেছেন, ‘‘ওর ছোট বেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। আপনারা ছিলেন সেই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার কাণ্ডারি। আপনাদের মতো শিক্ষকদের পাশে পেয়েছিল বলেই ডাক্তার হওয়ার স্বপ্নকে সপং করতে পেরেছিল।’’
আর জি কর হাসপাতালে ধর্ষণ খুনের প্রমাণ লোপাটে কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য ভবনের তৎপরতা কারও নজর এড়াচ্ছে না। সে কারণেই প্রতিবাদে স্লোগান উঠছে বিচার চাই। আসল দোষীদের শাস্তি দিতে হবে। কিভাবে আড়াল করার প্রয়াস, তাড়াহুড়োয় দেহ দাহ, মেয়ের দেহ দীর্ঘক্ষণ দেখতে না দিয়ে বসিয়ে রাখা, বাড়িতে পুলিশের শীর্ষস্তরের আধিকারিকের টাকা দেওয়ার প্রস্তাব, সাদা কাগজে সই করিয়ে নেওয়ার চেষ্টা- বুধবার রাত দখল কর্মসূচি ফের স্পষ্ট করে বলেছেন নির্যাতিতার বাবা-মা। 
চিকিৎসকরাও একই অভিযোগে সরব। সেমিনার রুমের পাশে বাথরুম ভাঙার নির্দেশিকায় সরব হন তাঁরাই। প্রমাণ লোপাটের সেই নথি রয়েছে সিবিআই’র কাছেও। প্রাক্তন অধ্যক্ষ, সিবিআই’র হেপাজতে থাকা, সন্দীপ ঘোষই এই নির্দেশ দেন পিডব্লিউডি-কে, এমন নথি সিবিআই’র হাতে রয়েছে বলে জানা গিয়েছে। 
এর মধ্যেই খবর, সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হতে পারে ৯ সেপ্টেম্বর। ৫ সেপ্টেম্বর হওয়ার কথা থাকলেও প্রধান বিচারপতি থাকতে পারবেন না বলে পিছিয়ে যায় শুনানি।

Comments :0

Login to leave a comment