Budget 2025

ব্যান্ড এইড বাজেট বলে কেন্দ্রকে তোপ রাহুলের

জাতীয়

২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেছেন, এটিকে ‘‘বুলেটের ক্ষতের জন্য ব্যান্ড-এইড’’ বলে খোঁচা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধানের অভাবের অভিযোগ করেছেন। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করার কয়েক ঘণ্টা পরেই তিনি এই মন্তব্য করেন।
‘‘বুলেটের ক্ষতের জন্য ব্যান্ড-এইড! বিশ্বব্যাপী অনিশ্চয়তার মধ্যে, আমাদের অর্থনৈতিক সঙ্কটের সমাধান একটি দৃষ্টান্তমূলক পরিবর্তন দাবি করে। কিন্তু এই সরকার দেউলিয়া,’’ রাহুল এক্স-এ একটি পোস্টে লিখেছেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী মোদির সরকার মূল অর্থনৈতিক উদ্বেগের সমাধান করতে ব্যর্থ হয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, গত এক দশকে ৫৪.১৮ লক্ষ কোটি টাকা আয়কর আদায় করে সরকার মধ্যবিত্তকে সামান্য কর ছাড় দিয়েছে।
তরুণ, নারী, কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের ঘাটতির জন্য বাজেটের সমালোচনা করেন তিনি। ‘‘মোদিজি মহিলাদের ক্ষমতায়নের জন্য বড় পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি। কৃষকদের আয় দ্বিগুণ করার কোনও রোডম্যাপ নেই, কৃষি উপকরণে জিএসটিতে কোনও ছাড় নেই এবং দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া, দরিদ্র ও সংখ্যালঘু শিশুদের জন্য স্বাস্থ্য, শিক্ষা বা বৃত্তির কোনও পরিকল্পনা নেই’’।

Comments :0

Login to leave a comment