বৃষ্টি নামতেই সেই জমা জলের সমস্যা মালদহে। নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় ভুগতে হচ্ছে বাসিন্দাদের। বৃষ্টিতে স্বস্তি মিললেও বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে পুরোদমে।
টানা তাপপ্রবাহের পর শুক্রবার থেকে অঝোরে বৃষ্টি হচ্ছে মালদহে। তীব্র গুমোট গরম কমেছে কিছুটা। মানুষও অনেকটা স্বস্তি পাচ্ছেন। তবে মালদহ শহরে নিকাশী ব্যবস্থা অত্যন্ত খারাপ থাকায় শহরের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে।
দীর্ঘদিন ধরেই মালদহ শহরের মানুষ এই জলযন্ত্রণা ভোগ করছেন। অন্যদিকে সামান্য বৃষ্টি হলেই শুরু হয় বিদ্যুত বিভ্রাট। এদিন সকাল থেকে কিছুক্ষণ পরপরই বিদ্যুৎ যাচ্ছে।
আবহাওয়া দপ্তর বলছে এই পরিস্থিতি রবিবার পর্যন্ত বজায় থাকবে।
MALDAHA RAIN
বৃষ্টিতে স্বস্তি, জমা জলে দুর্ভোগও মালদহে
×
Comments :0