শনিবার এএইচএফ বা AHF ( এশিয়ান হকি ফেডারেশন ) -এ অন্তর্ভুক্ত করা হল বিহারের রাজগির একাডেমিকে। রাজগিরের এই অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামেই বর্তমানে চলছে হকি এশিয়া কাপ। এফআইএইচ বা FIH ( আন্তর্জাতিক হকি ফেডারেশন ) -র সভাপতি তাইয়াব ইক্রম এই কথা ঘোষণা করেন। ইক্ৰম জানিয়েছেন ' বিশ্বব্যাপী হকির পক্ষ থেকে আমি ঘোষণা করছি আজ আন্তর্জাতিক হকি সংস্থার পক্ষ থেকে রাজগির একাডেমি এশিয়ান ফেডারেশনের অন্তর্ভুক্তির জন্য একটি চিঠি গ্রহন করেছে। বিহারের নালন্দা জেলার রাজগিরে প্রায় ৯০একর জমির উপর এই স্পোর্টস কমপ্লেক্সের মধ্যেই রয়েছে এই একাডেমি। হকি ছাড়াও এই স্পোর্টস কমপ্লেক্সে থাকতে চলেছে আরো ২২টি ভিন্ন ক্রীড়ার ব্যবস্থা। এই বিষয়ে প্রাক্তন ভারতীয় হকি দলের অধিনায়ক রানি রামপাল এই স্পোর্টস কমপ্লেক্সের ব্যাপারে ভূয়সী প্রশংসা করে জানিয়েছেন ' একটু চিন্তা করুন যে কি পরিমাণে সুযোগ আপনারা পেতে চলেছেন এই কমপ্লেক্স থেকে । তাই কেউ এই সুযোগ হাতছাড়া না করে নিজেদের সেরাটা দিন এবং ভারতের জার্সিতে দেশকে জিততে সাহায্য করুন '।
Rajgir Sports Complex Get The Afiliation Letter From AHF
এশিয়ান হকি ফেডারেশনে অন্তর্ভুক্ত হল রাজগির একাডেমি

×
মন্তব্যসমূহ :0